ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপের কামড়ে মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ আগস্ট ২০১৯

সাপের কামড়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ আগস্ট ॥ আলফাডাঙ্গায় সাপের কামড়ে শফি মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফি মিয়া। শফি মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত আদেল মিয়ার ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা। জানা গেছে, শফি শুক্রবার সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে পাট জাগ দিতে যায়। এ সময় পাটের মধ্যে থাকা বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। কামড় দেয়ার কিছু সময় পর এক ওঝার কাছে চিকিৎসা নেন শফি। চিকিৎসা নিয়ে ভাল হয়েছেন ভেবে দুপুরে বাড়ি ফিরে আসেন। বাড়ি এসে কিছু সময় পর কামড়ের স্থান থেকে জ্বালা-পোড়া বেড়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বশেমুরকৃবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাতবার্ষিকীতে গাজীপুরের শালনায় এ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনে স্থায়ীভাবে নির্মিত নান্দনিক এ কর্নারের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, প্রভোস্ট, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার বশেমুরকৃবির উপপরিচালক (জনসংযোগ) মোঃ মাহফুজ-উল-আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×