ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর বিভিন্ন হাটে এখনও পড়ে আছে পশুর বর্জ্য

প্রকাশিত: ০৮:১৫, ১৭ আগস্ট ২০১৯

 রাজধানীর বিভিন্ন হাটে এখনও  পড়ে আছে  পশুর বর্জ্য

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন স্থানে এখনও পড়ে আছে পশুর হাটের বর্জ্য। নির্ধারিত জায়গার বাইরে পাড়া-মহল্লায় বসানো হাটগুলোর বর্জ্য না সরানোয় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনের সদিচ্ছা থাকলেও ইজারাদারদের গাফিলতির কারণেই এ দুর্গতি। মোহাম্মদপুরের বসিলায় কোরবানির পশুর হাট এখনও পড়ে আছে এভাবেই। বর্জ্যরে স্তূপ জমে আছে সড়কের দুইপাশে। বৃষ্টির কারণে পচে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। মূল হাট থেকে পশু কেনাবেচা হয়েছে মহল্লার ভেতরেও। কিন্তু চারদিন পেরিয়ে গেলেও আবাসিক এলাকা থেকে পশুর বর্জ্য অপসারণের কোন উদ্যোগই নেয়া হয়নি। আশপাশের হাউসিংগুলোতেও হাট বসানোয় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত ময়লা আবর্জনা অপসারণের দাবি তাদের। মূল সড়কের পাশ থেকে হাটের বর্জ্য অপসারণ না করায় অনেকেই দোকানপাট বন্ধ করতে বাধ্য হচ্ছেন। সিটি কর্পোরেশন বলছে, কোরবানির বর্জ্য অপসারণ তাদের দায়িত্ব হলেও হাটের বর্জ্য সরানোর দায়িত্ব ইজারাদারদেরই নিতে হবে। তারপরও নগরবাসীর দুর্ভোগের কথা ভেবে এ দায়িত্ব পালন করছেন তারা।
×