ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

দুর্ভাগা ইংল্যান্ডের ওলি স্টোন

প্রকাশিত: ১০:০৯, ১০ আগস্ট ২০১৯

 দুর্ভাগা ইংল্যান্ডের ওলি স্টোন

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহাসিক এ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টেই বড় ব্যবধানের পরাজয়। সেই ধাক্কা সামলিয়ে ওঠার আগে আরও বড়সড় বিপর্যয়ের মুখে ইংল্যান্ড। জেমস এ্যান্ডারসন, মার্ক উডের পর এবার ইনজুরির কবলে পড়লেন দলের তরুণ পেসার ওলি স্টোন। এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্টোনকেও পাচ্ছে না জো রুটের দল। এ্যাসেজের ঠিক আগে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ওলি স্টোনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ওলি স্টোনকেই ভাবা হচ্ছিল এ্যান্ডারসনের যথাযথ বিকল্প। কিন্তু মঙ্গলবার এজবাস্টনে অনুশীলেনর সময়ই পিঠে চোট পান স্টোন। চোটের গুরুত্ব অনুধাবন করে জানা যায়, আগামী দুই সপ্তাহ মাঠে নামতে পারবেন না এই পেসার। এর ফলে এ্যাসেজের দ্বিতীয় টেস্টের জন্য তার নাম বিবেচনা করার উপায় নেই ইংলিশ টিম ম্যানেজমেন্টের। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। ওলি স্টোনের চোট প্রসঙ্গে ওয়ারউইকশায়ারের স্পোর্টস ডিরেক্টর পল ফারব্রেস জানান, ‘চিকিৎসা শুরু হয়েছে। পেস বোলিংয়ের ধকল নেয়ার মতো পরিস্থিতিতে আসতে স্টোনের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। ইসিবি’র পরামর্শ মতোই ক্লাবের মেডিক্যাল টিম স্টোনের চোট দ্রুত সারিয়ে তোলার চেষ্টায় রয়েছে।’ এজবাস্টন টেস্টের প্রথমদিন মাত্র ৪ ওভার বল করেই রণে ভঙ্গ দিয়েছিলেন এ্যান্ডারসন। বুঝে গিয়েছিলেন চোটের জন্য ম্যাচে আর বল করা সম্ভব নয় তার। এ্যান্ডারসন বল করতে না পারায় গোটা ম্যাচে ইংল্যান্ড তার অভাব টের পায়। শেষমেশ এ্যাসেজের প্রথম টেস্টে হারতেও হয় ব্রিটিশদের। পরবর্তীতে জানা যায় আগামী ১৪ আগস্ট থেকে লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগেও তার সেরে ওঠা সম্ভব নয়। এছাড়া সাইড স্ট্রেইনের চোটে সিরিজ থেকে ছিটকে পড়েছেন ২৯ বছর বয়সী ডানহাতি পেসার মার্ক উডও। যে কারণেই ওলি স্টোনের ওপর ভরসা রেখেছিল ইংল্যান্ড। কিন্তু চোটের কারণে কপাল পুড়ল তরুণ প্রতিভাবান এই পেসারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যাসেজ সিরিজের স্কোয়াডে জায়গা হলেও মাঠে নামার অপেক্ষাটা বেড়ে গেল তার। ওলি স্টোনের ইনজুরি সমস্যাটা অবশ্য নতুন কিছু নয়। চোটের কারণে বারবারই পিছিয়ে পড়েছেন ২৫ বছরের এই তরুণ। ২০১৬ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন স্টোন। সেই চোট তাকে এক বছরেরও বেশি সময় ভুগায়। গত বছর তার ওপর আস্থা রেখে শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াডে জায়গা দেয়া হয় স্টোনকে। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত হওয়ার আগে ১৬ ওভার বল করে একটিমাত্র উইকেট দখল করেছিলেন স্টোন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যও তাকে দলে রাখে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। কিন্তু হায়! বারবাডোজে পৌঁছার মাত্র একদিন পরই ইনজুরির কবলে পড়েন ওলি স্টোন। এ্যান্ডারসন-স্টোনদের চোট ভাগ্য খুলে দিতে পারে জোফ্রা আর্চারের। অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই খেলতে পারেন বিশ্বকাপে চমকপ্রদ পারফর্মেন্স উপহার দেয়া এই পেসার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে গেছে আগেই। এখন পর্যন্ত সাদা পোশাকে খেলা হয়নি এই তারকা পেসারের। সবকিছু সঠিকভাবে এগোলে স্বপ্নের লর্ডসেই সাদা পোশাকে অভিষেক হতে পারে জোফ্রা আর্চারের।
×