ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কাশ্মীরের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ মালালার

প্রকাশিত: ১২:২০, ৯ আগস্ট ২০১৯

কাশ্মীরের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ মালালার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইটারে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যখন আমি শিশু, যখন আমার বাবা-মা শিশু ছিলেন, এমনকি যখন আমার দাদা-দাদিরাও তরুণ ছিলেন, তখন থেকেই কাশ্মীরের জনগণ সহিংসতার মধ্যে আছে। আজ আমি কাশ্মীরের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন; এরাই সহিংসতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, সংঘাতে তাদের প্রাণ হারানোর শঙ্কাও বেশি।’ ভারতের সরকার দেশটির সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য থাকা বিশেষ মর্যাদা বাতিল করে এলাকাটিকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেয়ার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার মালালা এ বিবৃতি দিলেন। কাশ্মীরের শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী নেয়ার আহ্বানও জানিয়েছেন ২২ বছর বয়সী এ পাকিস্তানী। ২০১২ সালে নারী শিক্ষা নিয়ে সরব মালালার স্কুলবাসে উঠে একদল বন্দুকধারী তাকে গুলি করলে এ কিশোরী গুরুতর আহত হন। -এনডিটিভি
×