ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঋণখেলাপিদের বিশেষ সুবিধা

৩ সপ্তাহ সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ১১:৫৫, ৯ আগস্ট ২০১৯

৩ সপ্তাহ সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুনঃতফসিলে ইচ্ছুক ঋণ খেলাপিদের জন্য আরও ৩ সপ্তাহ সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিন দৈনিক জনকণ্ঠে ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা নিয়ে ‘তিন মাসের দু’মাস পার আদেশ নির্দেশে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সময় না বাড়ালে অর্ধেক ঋণ খেলাপিও সময়মত আবেদন করতে পারবেন না। এরমধ্যে আইনী জটিলতার কারণে অনেক গ্রাহক জানেনই না বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা কার্যকরের সময়সীমা শেষ হচ্ছে কবে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ীম যেসব ঋণখেলাপি বিশেষ সুবিধা নিতে চান, আগামী সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে তাদের আবেদন করতে হবে। এ বিষয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, গত ১৬ মে জারি করা নির্দেশনা অনুযায়ী, পুনঃতফসিলের সুবিধা নিতে ৯০ দিনের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছিল। এই হিসেবে আবেদন করার শেষ সময় ছিল চলতি মাসের ১৬ আগস্ট। নতুন নির্দেশনা অনুযায়ী, আরও ৩ সপ্তাহ বাড়ানো হলো। ভারতের গাড়ির বাজারে ধস ॥ সাড়ে ৩ লাখ কর্মী ছাঁটাই অর্থনৈতিক রিপোর্টার ॥ বেশ কিছুদিন ধরেই মন্দা চলছে ভারতের গাড়ির বাজারে। গাড়ি বিক্রিতে ধস নামার ফলে বিপাকে পড়েছে যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থাগুলো। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় হিসেবে কর্মী ছাঁটাইকেই বেছে নিচ্ছে গাড়ির যন্ত্রাংশ নির্মাণ শিল্প। অবস্থা এতটাই গুরুতর যে, এপ্রিল থেকে চলতি মাসের মধ্যে কাজ হারিয়েছেন সাড়ে তিন লাখ কর্মী। রয়টার্স সূত্রে জানানো হয়েছে, অন্তত পাঁচটি যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা সম্প্রতি কর্মীদের ব্যাপক পরিমাণে ছাঁটাই করেছে। অটোমেটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচার এ্যাসোশিয়েশনের ডিরেক্টর জেনারেল বিনি মেহেতা স্বীকার করেছেন, মন্দার ফলে কাজ হারাচ্ছেন বহু কর্মী।
×