ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত: ১০:৫৮, ৯ আগস্ট ২০১৯

৬ তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরানা পল্টন এলাকার একটি ৬ তলা ভবনের বারান্দা থেকে পড়ে শাকিলা (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সে পুরানা পল্টনের ৫১/৩ নম্বর ১৪তলা জাহান টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। ঘটনার পর পুলিশ ওই বাসার গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গৃহকর্তা এ আর খানের ছেলে রাফিউ খান শ্রাবণ জানান, টাওয়ারের ষষ্ঠ তলায় থাকেন তারা। আড়াই বছর ধরে শাকিলা তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে শাকিলা বারান্দায় কাজ করছিল। ১০টার দিকে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায়, শাকিলা বারান্দা থেকে লাফিয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তারা বাসায় ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে আমরা নিচে গিয়ে শাকিলাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাই। পরে তার অবস্থা অবনতি হলে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, বিকেলে শাকিলার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×