ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘গান আমার কাছে অক্সিজেন’;###;-সুনরাত জাহান কৃতি

সেলিম আল দীন জন্মোৎসব

প্রকাশিত: ১২:৫৯, ৮ আগস্ট ২০১৯

সেলিম আল দীন জন্মোৎসব

বর্তমান সময়ে কৃতি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকারের জনপ্রিয় কিছু গান নিয়ে একটি এ্যালবামের কাজে ব্যস্ত সময় পার করছে। এ সম্পর্কে জানতে চাইলে কৃতি বলেন, আমি ‘লতা জি’র ভীষণ ভক্ত। সামনের মাসে তার জন্মদিনে এ্যালবামটি প্রকাশ করব। কৃতি একাধিক ভাষায় গান করতে পারেন। দেশের বাইরে, বিশেষ করে পাশের দেশ ইন্ডিয়াতে স্টেজ শো করেছেন সেখান কার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে কৃতি বলেন, সেখানে আমার গানের অভিজ্ঞতা খুবই সমৃদ্ধ। ওদেশের মানুষ সঙ্গীতকে খুব শ্রদ্ধা করে। একবার আমি চ-িগরে গান করেছিলাম। নিজের দেশের গানের সঙ্গে হিন্দী গানও গেয়েছিলাম। আমার গান শুনে উপস্থিত দর্শক ভীষণ আনন্দিত হয়েছিল। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য থেকে সমাজের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। তারা আমাকে অনুরোধ করে করে একটার পর একটা গান শুনেছে। অনুষ্ঠান শেষে আমার সঙ্গে ছবি তুলেছেন। দেখে-শুনে যা অনুভব করলাম। ওরা সঙ্গীতকে সাধনা এবং পবিত্রতার অর্ঘ্য হিসেবে মান্য করে। সত্য বলতে এই ধরনের শ্রোদ্ধা ও ভালবাসা আমাদের এখানে দেখা যায় না। ব্যক্তিগত জীবনে সঙ্গীতকে আপনি কিভাবে দেখেন? কৃতি; গান আমার কাছে অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন বেঁচে থাকা সম্ভব নয়, তেমনি গান ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে সঙ্গীত নিয়ে সাধনা বা জীবনের সঙ্গে বেঁধে রাখার প্রবণতা খুব একটা দেখা যায় না। আবার যারা গান করছেন তাদের ভেতর রাতারাতি তারকা হবার প্রবণতা স্পষ্ট। এ বিষয়গুলো কিভাবে দেখেন? কৃতি; আমাদের দেশে সঙ্গীত নিয়ে অধ্যবসায় করার মতো প্রজন্ম তৈরি হচ্ছে না। আবার যারা গান করছেন তারা গালায় সুর থাকার সুবাদে কেবল গানই গাইছেন। এটা কেবল বাণিজ্যিক এবং জীবিকার পন্থা হতে পারে। শিল্প নয়। ওটার জন্য বেসিক ফাউন্ডেশন দরকার। যে কারণে সাধনার বিষয়টা তাদের কাছে গৌণ। এদের কাছ থেকে আপনি একটা নজরুলগীতি কিংবা আশি-নব্বই দশকের কোন গান আশা করতে পারবেন না। কণ্ঠে সুর, ¯্রষ্টোর আশীর্বাদ। এটাকে ভুলভাবে ব্যবহার করাও এক ধরনের পাপ। দেশে স্টেজ শোর পাশাপাশি কি নিয়ে ব্যস্ত আছেন। আপতত এ্যালবাম নিয়ে ব্যস্ত আছি। ঈদের পর তিন-চারটা মৌলিক গানের প্রস্তুতি চলছে। আপনি মূলত কোন ঘরানার শিল্পী। আমি বিশেষ করে নজরুলগীতি, ফোক গান বেশি করি পাশাপাশি পুরনো দিনের বাংলা-হিন্দী গানও করি। আপনার কোন মৌলিক গান? হ্যাঁ গত ফেব্রুয়ারিতে পিএমভি থেকে প্রকাশিত হয়েছে ‘কল্পনার রং’ নামে আমার মৌলিক গান। দেশের শিল্পীদের ভেতর কাউকে আইডল মনে করেন? অব্যশই! প্রথমত আমাদের এখানে অনেক বড় বড় শিল্পী রয়েছে। এদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিশেষ করে, রুনা ম্যাম (রুনা লায়লা), হাদী স্যার (সৈয়দ আব্দুল হাদী ) সাবিনা ইয়ামিন অবশ্যই নমস্য। বাবার কারণে রুনা ম্যামের সান্নিধ্য পেয়েছি। এ ছাড়া বাবার কাছে তার অনেক গল্প শুনেছি। বাংলাদেশের শ্রোতাদের মধ্যে আপনার পরিচিত বা অবস্থান কিভাবে দেখেন? এক কথায় বলব, আমি আমার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতে সঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা বা নিজেকে কোথায় পৌঁছাতে চান? সঙ্গীত আমার রক্ত মাংসে মিশে আছে। ভালবেসে বুকের গভীরে লালন করি। জীবনে সঙ্গীত না থাকলে আমার দেহ এবং আত্মার মৃত্যু ঘটবে। আমৃত্যু শিল্পের পথে সাধনা করে যেতে চাই। বাকিটা সময়ের বিচার।
×