ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাহুলকে নোটিস, ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: ১২:৫৬, ৮ আগস্ট ২০১৯

রাহুলকে নোটিস, ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস রিপোর্টার ॥ রাহুল দ্রাবিড় কেবল জীবন্ত কিংবদন্তিই নন, আধুনিক ভারতীয় ক্রিকেটে ভদ্রলোকের প্রতিমূর্তি। অবসরের আগে কিংবা পরে কখনও কারও সঙ্গে এতটুকু বিবাদের কথা শোনা যায়নি। সেই তাকে নোটিস পাঠিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অপরাধ স্বার্থের সংঘাত। দেশটির মধ্যপ্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশনের (এমপিসিএ) আজীবন সদস্য সঞ্জীব গুপ্তার অভিযোগ, রাহুল ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিচালক ও ইন্ডিয়া সিমেন্টের সহ-সভাপতি। এক সঙ্গে দুই পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিসিআইয়ের এই আঞ্চলিক কর্মকর্তা। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আরেক কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। সাবেক ভারত অধিনায়কের টুইট, ‘নতুন একটা ফ্যাশন এসেছে, ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’। আলোচনায় আসার সেরা উপায় এটি। রাহুলকেও নাকি এমন একটা চিঠি পাঠিয়েছে। এখন সৃষ্টিকর্তাই পারেন ভারতের ক্রিকেটকে বাঁচাতে।’ বিসিসিআইয়ের তদন্ত কর্মকর্তা সাবেক বিচারপতি ডিকে জৈনের কাছে রাহুলের বিরুদ্ধে এই চিঠি পাঠিয়েছেন সঞ্জীব গুপ্তা। এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে গুপ্তা বলেন, ‘গত সপ্তাহে একটা অভিযোগের ভিত্তিতেই আমি রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছি। স্বার্থের সংঘাতের বিষয়ে উত্তর দেয়ার জন্য তাকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। তার উত্তরের ভিত্তিতেই আমি ভেবে দেখব বিষয়টি নিয়ে এগিয়ে যাব কি না।’ সৌরভের টুইট ধরেই হরভজন সিংও টুইট করেছেন। ভারতীয় সাবেক এই অফস্পিনার লিখেছেন, ‘জানি না এটা কোন দিকে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের জন্য রাহুলের চেয়ে ভাল আর কাউকে পাওয়া যাবে না। ওর মতো কিংবদন্তিকে চিঠি দেয়া মানে তাকে অপমান করা। ক্রিকেটের ভালর জন্যই তাদের সার্ভিস প্রয়োজন। সত্যিই সৃষ্টিকর্তাই পারেন ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে।’ শুধু রাহুল একাই নন, এর আগে বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য শচীন টেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভের নামও স্বার্থের সংঘাতে জড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল কী করে তারা বোর্ডের দায়িত্বে থেকেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন। সাবেক ভারতীয় অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান রাহুল এখন দেশটির ন্যাশনাল ক্রিকেট এ্যাকাডেমির প্রধান। গত মাসে তাকে এই দায়িত্ব দেয়া হয়। এখন তার বিরুদ্ধে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্টের’ অভিযোগ করা হয়েছে। আগে তাকে ১ জুলাই থেকে এনসিএ’র দায়িত্ব সামলাতে হতো কিন্তু ‘কনফ্লিক্টস অব ইন্টারেস্টের’ মামলার কারণেই তার নিযুক্তিতে দেরি হয়েছিল। ৪৬ বছর বয়সী রাহুল ১৯৯৬ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। তিনি কেবল ভারতেরই নয়, আধুনিক ক্রিকেটেরই অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। এখনও তার নামের পাশে অনেক রেকর্ড।
×