ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারতের পদক্ষেপ চীনের জন্য হুমকি

প্রকাশিত: ১১:৫০, ৮ আগস্ট ২০১৯

ভারতের পদক্ষেপ চীনের জন্য হুমকি

চীনের সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীরের মর্যাদা পরিবর্তনে ভারতীয় সিদ্ধান্তের সমালোচনা করেছে বেজিং। দেশটি এর আঞ্চলিক সার্বভৌমত্ব নস্যাতের অভিযোগ এনেছে নয়াদিল্লীর বিরুদ্ধে। খবর ব্লুমবার্গের। তিব্বত ও পাকিস্তানের মাঝখানে অবস্থিত কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল প্রধানত বৌদ্ধ এলাকা লাদাখ-সম্পৃক্ত ভারতীয় সিদ্ধান্তের প্রভাবের ওপর চীনের বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমালয়ের এক প্রত্যন্ত এলাকা নিয়ে ভারত ও চীনের মধ্যে কয়েক দশকের বিরোধ নতুন করে দেখা দেয়ার ঠিক দু’বছর পর কাশ্মীর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিস্ময়কর পদক্ষেপে আবারও উত্তেজনা সৃষ্টি হল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস হুয়া চুনিং মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, বেজিং সব সময় চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলীয় সেকশনে ভারতের চীনের ভূমির অন্তর্ভুক্তিকরণের বিরোধিতা করে এসেছে। সম্প্রতি এক-পাক্ষিকভাবে ভারতীয় পক্ষের স্থানীয় আইন সংস্কারে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব নস্যাত উদ্যোগ অব্যাহত রয়েছে বলে হুয়া বিবৃতিতে বলেন। তিনি বলেন, মন্তব্যের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে ফোনে পাওয়া যায়নি। তিনি বলেন, সংলাপের মধ্য দিয়ে সম্পৃক্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সীমান্ত সমস্যাকে আরও জটিল করে তোলে- এ ধরনের কোন পদক্ষেপ এড়িয়ে যাওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ভারত ও চীন লাদাখে সীমান্ত বিরোধে জড়িয়েছে অনেকবার।
×