ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে বাস মাইক্রো সংঘর্ষে সাব-রেজিস্ট্রারসহ নিহত দুই

প্রকাশিত: ০৯:৩৩, ৭ আগস্ট ২০১৯

গোবিন্দগঞ্জে বাস মাইক্রো সংঘর্ষে সাব-রেজিস্ট্রারসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ আগস্ট ॥ ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চক্ষু হাসপাতাল এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ২ যাত্রী নিহত এবং বাসচালক ও মাইক্রোবাসের চালকসহ ৫জন আহত হয়। নিহতরা হলো- কুড়িগ্রামের রাজারহাটের সাব-রেজিস্ট্রার নুসরাত জাহান ও তার গৃহকর্মী জান্নাত খাতুন। নুসরাত রাজারহাটের সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। আহতদের নাম জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। জানা গেছে, গোবিন্দগঞ্জের ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী শঠিবাড়ী সেবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। বাগেরহাটে গৃহবধূ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শরণখোলায় বাসচাপায় আহত গৃহবধূ নাসিমা বেগম সোমবার গভীর রাতে মারা গেছেন। এদিন সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় আহত ভ্যানচালক প্রতিবন্ধী সবুর, কলেজছাত্র নাজমুল ও রাকিবের অবস্থাও গুরুতর। এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে ঘাতক বাসের চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়েছে। শরণখোলা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাঁচ রাস্তার মোড়ে পথসভা করে। এ সময় বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা শরীফ খায়রুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ হোসেন ফকির ও নওয়াজ আমিন। ফরিদপুরে কার চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একটি প্রাইভেটকারের চালক। মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইসমাইল হোসেন ওরফে রনি (২৮)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাপা গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই কারের মালিক ঝালকাঠি জেলা শহরের বাসিন্দা শামিম হাওলাদার। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×