ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন সংক্রান্ত বৈঠক

ফেরি পারাপারে সঠিক সিরিয়াল অনুসরণের নির্দেশ

প্রকাশিত: ১০:৫৭, ৬ আগস্ট ২০১৯

ফেরি পারাপারে সঠিক সিরিয়াল অনুসরণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ফেরি পারাপারে সঠিক সিরিয়াল অনুসরণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনকে (বিআইডব্লিউটিসি) নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে জরুরী এ্যাম্বুলেন্স ও ভিআইপি পারাপারে আরও সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয় সংস্থাটিকে। সোমবার রাজধানীর সদরঘাটে সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এই নির্দেশনা দেন। সম্প্রতি এক যুগ্মসচিবের জন্য ফেরি আটকে রাখায় তিতাস নামে এক কিশোরের মৃত্যু হয়। এতে সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। নড়াইলের কালিয়া থেকে তিতাসকে বহন করে আনা এ্যাম্বুলেন্স ফেরিঘাটে তিন ঘণ্টা আটকে রাখায় গুরুতর আহত তিতাস মাঝ নদীতেই মৃত্যুবরণ করে। এই ঘণ্টার পর তিনটি তদন্ত কমিটি গঠন করা হলেও দায়ী কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। সোমবার ঈদ ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে খালিদ মাহ্মুদ চৌধুরী সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ কমাতে গার্মেন্টেসের ছুটি একসঙ্গে না দিয়ে পর্যায়ক্রমে দেয়ার জন্য তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গার্মেন্টসের ছুটি পর্যায়ক্রমে হলে সড়ক, রেল ও নৌপথের ওপর চাপ কমবে এবং যাত্রী পারাপার সহজ হবে। প্রতিমন্ত্রী বলেন, নৌযান মালিক-শ্রমিক, নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর সকলের সর্বাত্মক সহযোগিতায় ঈদ-উল-ফিতরে নৌপথে যাত্রী পারাপার সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে করতে পেরেছি। ঈদ-উল-আজহায়ও সকলের সহযোগিতায় নৌপথে যাত্রী পারাপার সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আমরা আশা করছি। এ সময় তিনি নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ না করতে যাত্রীদের অনুরোধ জানান।
×