ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইকো মামলার চার্জ গঠনের পরবর্তী শুনানি ২৭ আগস্ট

প্রকাশিত: ১০:২৯, ৫ আগস্ট ২০১৯

 নাইকো মামলার চার্জ গঠনের পরবর্তী শুনানি ২৭ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে থাকায় নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানিতে হাজির করা হয়নি। তাই ২৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। রবিবার কেরানীগঞ্জের কারা ভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ২৭ আগস্ট পরবর্তী দিন নির্ধারণ করেছে। এদিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে সরকারীকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৭ আগস্ট। মামলার অভিযোগ থেকে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন। পরের বছরের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
×