ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইর বাজার মূলধনের ৫৫ শতাংশ ২০ কোম্পানির দখলে

প্রকাশিত: ০৯:০৫, ৫ আগস্ট ২০১৯

 ডিএসইর বাজার মূলধনের  ৫৫ শতাংশ ২০  কোম্পানির দখলে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫৮৫টি সিকিউরিটিজের মধ্যে শেয়ার, ইউনিট, বন্ড ও ডিবেঞ্চারের একত্রে যে দর, তার ৫৫ শতাংশই শীর্ষ ২০ কোম্পানির দখলে। ফলে ওইসব কোম্পানির শেয়ার দর উত্থান-পতনে সূচকে বড় প্রভাব পড়ে। এক্ষেত্রে সবার ওপরে অবস্থান করছে গ্রামীণফোন। ডিএসইর অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন ১৯) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডিএসইর সব শেয়ার, ইউনিট, বন্ড ও ডিবেঞ্চারের মূল্যকে বাজার মূলধন বলা হয়। আর সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের মোট দরকে ওই কোম্পানির বাজার মূলধন বলা হয়। গত ৩০ জুনে ডিএসইর ৫৮৫টি সিকিউরিটিজের মোট মূল্য বা বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে গ্রামীণফোনের দখলে ছিল ১৪.৩৩ শতাংশ। ওই সময় কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৯ হাজার ২৪৫ কোটি ৪৪ লাখ টাকা। এরপরের অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর দখলে বাজার মূলধনের ৭.১৭ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের দখলে রয়েছে ৬.০৭ শতাংশ। বাজার মূলধনে শীর্ষ ২০ এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের দখলে ৫.২৩ শতাংশ, রেনেটার ২.৮১ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ২.৩৭ শতাংশ, আইসিবির ২.৩৫ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৯৫ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ১.৩৯ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.৩৭ শতাংশ, লাফার্জহোলসিমের ১.৩৪ শতাংশ, সামিট পাওয়ারের ১.৩০ শতাংশ, তিতাস গ্যাসের ১.১৫ শতাংশ, ইসলামি ব্যাংকের ১.১১ শতাংশ, ডাচ্-বাংলা ব্যাংকের ১ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ০.৯৯ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ০.৮৯ শতাংশ, এমজেএল বাংলাদেশের ০.৮৪ শতাংশ, সিটি ব্যাংকের ০.৮২ শতাংশ ও পাওয়ার গ্রিডের ০.৭৯ শতাংশ বাজার মূলধন রয়েছে।
×