ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্তানের পিতৃপরিচয় পেতে দুয়ারে দুয়ারে ঘুরছেন কুমারী মা

প্রকাশিত: ০৮:৫২, ৫ আগস্ট ২০১৯

 সন্তানের পিতৃপরিচয়  পেতে দুয়ারে দুয়ারে  ঘুরছেন কুমারী মা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ আগস্ট ॥ নবজাতকের পিতৃপরিচয় পেতে দুয়ারে দুয়ারে ঘুরছে নাজমিন আক্তার নামের এক কুমারী মা (১৭)। জানা গেছে, বাউফলের পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া ইউনিয়নের আবুল কালামের মেয়ে নাজমিন আক্তার এসএসসি পরীক্ষা দেয়ার পর সংসারের হাল ধরতে এলাকা ছেড়ে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। তার আপন খালাত ভাই বাউফলের নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার কালাম মৃধার ছেলে মনির মৃধা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি নিয়ে আসে। এরপর তাদের মধ্যে দৈহিক সম্পর্ক হয়। একপর্যায়ে নাজমিন অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মনিরকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু এতে মনির কর্ণপাত করেনি। গত ৩০ জুলাই নাজমিনের একটি কন্যা সন্তান জন্ম নেয়। নাজমিন স্ত্রীর সম্মান এবং নবজাতকের পিতৃপরিচয় পাওয়ার আশায় মনির ও তার পরিবারের লোকজনের সঙ্গে বহুবার যোগাযোগ করলেও কোন লাভ হয়নি। নিরুপায় হয়ে নাজমিন কালাইয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লার দ্বারস্থ হলে তাকে বাউফল থানায় পাঠিয়ে দেয়া হয়। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জেলা সদরে আছি। কালাইয়ার চেয়ারম্যার ঘটনাটি আমাকে অবহিত করেছেন। আমি নাজমিনকে থানায় এসে অভিযোগ দেয়ার কথা বলেছি’।
×