ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলীর বুকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৮:৪৬, ৫ আগস্ট ২০১৯

 পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলীর বুকে ছুরিকাঘাত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ আগস্ট ॥ দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের নির্বাহী প্রকৌশলী মোস্তফা আশিক আলী (২৯) সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই সন্ত্রাসী শাকিল আহম্মেদ পিয়াস ওরফে মধু (২৬) ও জুলিয়াত তালুকদার ওরফে জুলিয়েটকে (২২) গ্রেফতার করেছে। শনিবার রাতে এদেরকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে পায়রা বন্দরে ক্ষতিগ্রস্তদের জন্য লালুয়ায় নির্মাণাধীন পুনর্বাসন কাজ তদারকি শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে বালিয়াতলী খেঁয়া পার হয়ে টিয়াখালী অংশে পৌঁছলে রাত আনুমানিক সাড়ে আট টার দিকে আশিক আলীকে ছুরিকাঘাত করা হয়। তাকে শঙ্কাজনক অবস্থায় দ্রুত কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় পায়রা বন্দরের অফিস তত্ত্বাবধায়ক মোঃ শাহআলম কলাপাড়া থানায় একটি মামলা করেছেন।
×