ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে আদালতে প্রবেশকালে চাকুসহ আটক এক

প্রকাশিত: ০৮:৪৪, ৫ আগস্ট ২০১৯

 শেরপুরে আদালতে  প্রবেশকালে  চাকুসহ  আটক এক

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ আগস্ট ॥ শেরপুরে আদালত ভবনে প্রবেশকালে চাকুসহ চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মূল প্রবেশপথে বিচারপ্রার্থী লোকজন তল্লাশিকালে তাকে চাকুসহ আটক করে পুলিশ। আটক চাঁন মিয়া শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের আবু বকরের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। জানা যায়, সম্প্রতি কুমিল্লা আদালতে এক আসামির ছুরিকাঘাতে অন্য আসামি খুনের ঘটনার পর থেকে সারাদেশের ন্যায় শেরপুর আদালতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রবিবার সকাল সাড়ে দশটার দিকে তিন তলাবিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মূল প্রবেশপথে তল্লাশিকালে চাঁন মিয়ার হাতে থাকা একটি ব্যাগে কাঠের বাটযুক্ত আনুমানিক ছয় ইঞ্চি লম্বা একটি চাকু পাওয়ায় তাকে সঙ্গে সঙ্গে আটক করে কর্তব্যরত পুলিশের লোকজন। ওই সময় চাঁন মিয়া দাবি করেন, ঈদ-উল-আজহাকে সামনে রেখে গরুর চামড়া ছাড়ানোর কাজে ব্যবহারের জন্য নিজের ওই চাকুটি তিনি শান দিতে শহরে এনেছিলেন। কিন্তু আজ তার দায়ের করা একটি দেওয়ানি মামলার তারিখ থাকায় তিনি ওই ভবনে প্রবেশ করছিলেন।
×