ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটক ‘ভাই আছে না’

প্রকাশিত: ১২:৪৩, ৪ আগস্ট ২০১৯

বিশেষ নাটক ‘ভাই আছে না’

স্টাফ রিপোর্টার ॥ পরিবারের তিন সন্তান নজরুল রাজ, মিশু সাব্বির ও এ্যালেন শুভ্র। ভাইদের মধ্যে সবার বড় নজরুল। উনি অনেক ধনী ও দানশীল। সমাজের মানুষদের বিপদে সবসময় এগিয়ে আসেন। এ বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারেন না ছোট দুই ভাই মিশু সাব্বির ও এ্যালেন শুভ্র। তাদের ধারণা, নিজেদের সব সম্পত্তি নজরুল একাই নিয়ে নিচ্ছে। এবং তা দিয়েই সমাজের মানুষদের সাহায্য করছে। কিন্তু এর মধ্যেই ঘটে নানা ঘটনা। তা অনুসন্ধান করে সাংবাদিক নাদিয়া মিম। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘ভাই আছে না’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট। সেজান নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন স্বাধীন-ফুয়াদ। অভিনয় করেছেন নজরুল রাজ, মিশু সাব্বির, এ্যালেন শুভ্র, নাদিয়া আফরিন মিম, জাফিয়া হক, দোলোয়ারসহ অনেকে। নাটকটি নিয়ে নজরুল রাজ বলেন, থ্রিলার ধর্মী গল্প এটি। নাটকে আমি একজন ধনী ব্যক্তি থাকি। সমাজের মানুষদের বিপদে এগিয়ে আসি। কিন্তু আমার ভাইরা এটাকে কোনভাবেই পছন্দ করেন না। কিন্তু শেষে তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। আমি আশাবাদী নাটকটি নিয়ে। নির্মাতা সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন লোকেশনে এর মধ্যেই নাটকটির শূটিং শেষ হয়েছে। রাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আসছে ঈদে ‘ভাই আছে না’ নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।
×