ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১২:১৩, ৪ আগস্ট ২০১৯

ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুত খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিদায়ী হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ৫১ পয়সা। গত বছর কোম্পানিটি ৯০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ নবেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×