ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিজিএফের কার্ড আনতে গিয়ে ভিড়ের চাপে একজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:১৪, ৪ আগস্ট ২০১৯

ভিজিএফের কার্ড আনতে গিয়ে ভিড়ের চাপে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলপুরে ভিজিএফ-এর কার্ড আনতে গিয়ে প্রচণ্ড ভিড়ের চাপে মারা গেছেন কৃষি শ্রমিক হাফিজ উদ্দিন (৬৫)। এ সময় আহত হয়েছেন সাংবাদিক ও মহিলাসহ আরও ১০ জন। এদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রী কলেজে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ দুস্থদের জন্য ভিজিএফের কার্ড বিতরণকালে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ফুলপুর পৌরসভা কর্তৃপক্ষ এলাকার হতদরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণের লক্ষ্যে তালিকা তৈরি করে কার্ড বিতরণের উদ্যোগ নেয়। খবর পেয়ে শনিবার বেলা ১২টার মধ্যেই ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের সামনে হাজারো মানুষ ভিড় জমায়। প্রচ- ভিড়ের ধাক্কায় এক সময় কলেজের প্রধান ফটক খুলে গেলে ভেতরে হুমড়ি খেয়ে পড়েন শত শত নারী পুরুষ। এ সময় ভিড়ের চাপে ও পায়ের নিচে পড়ে আহত হয় অন্তত ১০ জন। এদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দার হাফিজ উদ্দিন। রামুতে দিনদুপুরে ডাকাতি ॥ যুবককে অপহরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু ঈদগড় ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় দিনদুপুরে অটোরিক্সায় ডাকাতি হয়েছে। এ সময় মাহবুবুর রহমান (৩০) নামে প্রবাস ফেরত যুবককে অপহরণ করেছে ডাকাতদল। অপহৃত যুবক নাইক্ষ্যছড়ি বাইশারীর মৃত জাফর হোসেনের পুত্র। শনিবার ভোর ৬ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, বাইশারী থেকে ঈদগাঁওগামী সিএনজি অটোরিক্সা গতিরোধ করে ৭-৮ সশস্ত্র ডাকাত যাত্রীদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। মাহবুবুর রহমানকে অপহরণ করা হয়েছে।
×