ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৯:৩৫, ২ আগস্ট ২০১৯

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ৭২ লাখ ৭৭ হাজার শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৭ কোটি ৪৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি টাকার পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসির। এছাড়া দুলামিয়া কটনের ৫ লাখ টাকার, জেনেক্স ইনফোসিসের ১৪ লাখ ২৫ হাজার টাকার, গ্লাক্সোস্মিথক্লাইনের ৬৩ লাখ ৩৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ২৪ লাখ টাকার, ইউনিক হোটেলের ১০ লাখ ৫৬ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৬৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×