ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ওষুধের মার্কেটে অভিযান ॥ জরিমানা

প্রকাশিত: ০৯:১৮, ২ আগস্ট ২০১৯

বগুড়ায় ওষুধের মার্কেটে অভিযান ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের খান মার্কেটসহ আশপাশের ৪টি ওষুধের দোকানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করেছেন। ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও রেজিস্টারবিহীন ওষুধের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত জানায়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ড্রাগ সুপার, র‌্যাব বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোর্শেদ হাসানসহ অন্যান্যরা অংশ নেন। অভিযান শুরুর আগে বিক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়। শহরের প্রধান ওষুধের মার্কেট -খান মার্কেটসহ বিভিন্ন ওষুধ মার্কেটের ওষুধ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। দুপুর ১টার দিকে কিছু ওষুধের দোকান খুললে পুনারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। তবে অভিযানের সময় শহরের অন্যতম ওষুধের মাকেট- খান মার্কেট ও পাশের ওষুধের মার্কেটের বেশিরভাগ ওষুধের দোকান বন্ধ থাকে। দুপুর ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের খান মার্কেটে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করতে গেলে দোকানিরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পরেই আশপাশের ওষুধের মার্কেটের দোকান বন্ধ করে দিয়ে দোকানিরা শহরের সাতমাথায় বিক্ষোভ করে।
×