ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ জঙ্গী সংগঠনের দুই সদস্য ও ২৯ কিশোর গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৬, ১ আগস্ট ২০১৯

নিষিদ্ধ জঙ্গী সংগঠনের দুই সদস্য ও ২৯ কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় র‌্যাবের পৃথক অভিযানে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের উগ্রবাদী ভিডিও নির্মাণ ও ডাবিং এবং শ্যুটিং করার সঙ্গে জড়িত দুই জন এবং কিশোর গ্যাংয়ের ২৯ সদস্য গ্রেফতার হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রত্যেককে ৬ মাসের করে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকার হুজুর বাড়ির গেট থেকে পলাতক আসামি মোঃ মীর ইব্রাহিম (২৫) ও মোঃ হেমায়েত উদ্দিনকে (২২) গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। এদিকে রাজধানীর শেরেবাংলা নগর ও তেজগাঁও থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ২৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। প্রতারক গ্রেফতার ॥ রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কথিত এনজিও সংক্রান্ত ব্যুরো অফিসের ভুয়া সহকারী পরিচালক পরিচয়দানকারী এক প্রতারক র‌্যাব-২ এর হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে মোঃ আমিনুল ইসলাম ওরফে নাজমুল হাসান বিজয় (৩৭) নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক সরকারী চাকরি দেয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
×