ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ত্রাণের চালও কম পেল বানভাসিরা

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ জুলাই ২০১৯

 ত্রাণের চালও  কম পেল  বানভাসিরা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ জুলাই ॥ চরভদ্রাসন সদর ইউনিয়নে বানভাসিদের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণের সময় নির্দিষ্ট পরিমাণের চেয়ে দেড় কেজিরও বেশি কম পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলা খাদ্য গুদাম থেকে সদর ইউনিয়নে ৫শ’ বন্যার্ত পরিবারের মাঝে এ চাল বিতরণ করার সময় এ অভিযোগ উঠে। চাল নিতে আসা ফাজেলখার ডাঙ্গীর আসমা বেগম (৪০), বাদুল্যাহ মাতুব্বরের ডাঙ্গীর শেখ ছালাম (৫৬), বালিয়াডাঙ্গী গ্রামের আকলিমা (৩৬), নুরজাহান (৬০) ও কেএমডাঙ্গীর মোঃ রফিকুলসহ অনেকেই অভিযোগ করে বলেন শুনছি প্রত্যেককে ১০ কেজি করে চাল দিছে। চাল নিয়ে বাইরে এসে বস্তাসহ মেপে দেখি ৮ কেজির কিছু বেশি। বন্যায় এমনিতেই আমরা ক্ষতিগ্রস্ত তার উপর চাল কম দিল। স্থানীয় ব্যবসায়ী আবুল খায়ের বলেন ‘ত্রাণের চাল নিয়ে বাড়ি ফেরার পথে ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ করলে ১৫/২০ জনের চাল বস্তাসহ পরিমাপ করে ১০ কেজির স্থলে ৮ কেজির কিছু বেশি পাওয়া যায়। দুস্থ এ সব মানুষকে ওজনে কম দেয়া ঠিক হয়নি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদ বলেন ‘আমরা যে বস্তা থেকে ত্রাণের চাল দিচ্ছি তাতে ত্রিশ কেজির স্থলে ২৮/২৯ কেজি করে হওয়ায় বন্যার্ত পরিবারগুলো চাল কম পেতে পারে। আর যাতে কোন পরিবার চাল ওজনে কম না পায় সে বিষয়ে ব্যবস্থা নিতে বলব’। চাল কমের বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন ‘আমি চাল বিতরণ উদ্বোধন করে নদী ভাঙ্গন এলাকায় যাই। চাল কম পাওয়ার বিষয়ে আমি অভিযোগ পেয়ে দায়িত্বে থাকা ইউপি সদস্য ও ট্যাগ অফিসারকে বিষয়টি জানিয়েছি যাতে করে যারা চাল কম পেয়েছে তাদেও পুনরায় ডেকে এনে চাল দেয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন ‘আমার কাছেও চাল কম দেয়ার অভিযোগ এসেছে। ট্যাগ অফিসার আমাকে জানিয়েছে বৃষ্টির কারণে চাল বিতরেণ একটু সমস্যা হয়েছিল। পরে সঠিক পরিমাণে চাল বিতরণ করা হয়েছে।
×