ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর চারঘাটে বিদ্যুতের আগুনে ছয়জন দগ্ধ

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ জুলাই ২০১৯

রাজশাহীর চারঘাটে  বিদ্যুতের আগুনে  ছয়জন দগ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে দোকানের চালায় বৈদ্যুতিক তার ছিঁড়ে ৬ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই দোকানে বসে ছিলেন। তার ছিঁড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার হলিদাগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গ্রামের বাসিন্দা খুশবর আলী (৩৬), গাফফার আলী (৪০), আলম (৪২), বাদশা আলী (২১), ইমদাদুল হক (২৯) ও নিয়াকত আলী (২৮)। এদের মধ্যে খুশবর, গাফফার ও বাদশা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে লিয়াকত আলীর দোকানের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এতে বিকট শব্দ হয়। এরপর স্থানীয়রা বিদ্যুত অফিসে কয়েকবার ফোন দেন। কিন্তু কেউ ধরেননি। এরপর রাত ১১টার দিকে বৈদ্যুতিক তার খুলে পড়ে দোকানের চালার ওপর। এতে সঙ্গে সঙ্গে আগুন লেগে ছয়জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুত অফিসের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুত সমিতি-২ এর চারঘাট আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোক্তার হোসেন বলেন, কারও কোন গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×