ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল তিন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত কেন অবৈধ নয়?

প্রকাশিত: ১১:০৫, ২৪ জুলাই ২০১৯

হাইকোর্টের রুল তিন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত কেন অবৈধ নয়?

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের মাধ্যমে তিন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এদিকে বিএসটিআইয়ের লাইসেন্সধারী পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে আদালতের আদেশ অনুযায়ী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি, আইসিডিডিআরবি’র ল্যাবরেটরি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (সাভার) ল্যাবরেটরির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের মাধ্যমে তিন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও সহকারী সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের (জামুকা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোঃ তারিকুল ইসলাম। পাস্তুরিত দুধের তিন প্রতিবেদন হাইকোর্টে ॥ বিএসটিআইয়ের লাইসেন্সধারী পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে আদালতের আদেশ অনুযায়ী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি, আইসিডিডিআরবি’র ল্যাবরেটরি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (সাভার) ল্যাবরেটরির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। চারটি ল্যাবের প্রতিবেদন দাখিলের জন্য বলা হলেও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির প্রতিবেদন এখনও আসেনি। এদিকে দুধ নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা করা প্রতিবেদন দাখিলের জন্য বলেছে আদালত। এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন আগামীকাল বুধবার এফিডেভিট (হলফনামা) আকারে জমা দেয়ার জন্য বলা হয়েছে। পরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক। দুধে মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও এ্যান্টিবায়োটিক উপাদান আছে কিনা- জানতে চেয়ে জারি করা রুলের শুনানিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিএসটিআইয়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক ও তার সঙ্গে ছিলেন মোঃ তানভীর আহমেদ।
×