ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলবে সপ্তাহে ৬ দিন

‘বেনাপোল এক্সপ্রেস’ ১৭ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:১৫, ১৪ জুলাই ২০১৯

 ‘বেনাপোল এক্সপ্রেস’ ১৭ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বাংলাদেশ রেলওয়ে অধিদফতরের মহাপরিচালক শামছুজ্জামান বলেন, ১৯৫০ সালে ভারতের কলকাতা থেকে রেলে চড়ে বেনাপোলে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এরপর ১৯৭৪ সালে বেনাপোল পরিদর্শনে আসেন তিনি। তাই এই বেনাপোলের গুরুত্ব অনুধাবন করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বেনাপোল-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’। সপ্তাহে ৬ দিন চলবে ট্রেনটি। এছাড়াও পদ্মা সেতু চালু হলে মেত্রী ট্রেন ঢাকা থেকে ছেড়ে বেনাপোল হয়ে কলকাতা যাবে বলে জানান তিনি। রেল সার্ভিসের উদ্বোধনকে সামনে রেখে শনিবার বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ফুল দিয়ে বরণ করে নেয়া হয় তাদের। তিনি রেল স্টেশন বেনপোল ইমিগ্রেশন ভবনে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ের মহাব্যাবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম নয়ন, অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, জেনারেল ম্যানেজার সহিদুজ্জামান (রাজশাহী), অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ শওকতসহ অন্যরা। পরে তিনি ইমিগ্রেশনসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
×