ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল করে ঘর নির্মাণ

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জুলাই ২০১৯

মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল করে ঘর নির্মাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আদালতের নিষেধাজ্ঞা ও থানা পুলিশের বাধা উপেক্ষা করে ভাড়াটিয়া লোকজন নিয়ে মুক্তিযোদ্ধার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে শুক্রবারও ঘর নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। তাদের বাধা দেয়ায় সপরিবারে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা। ঘটনাটি গৌরনদী উপজেলার কালনা গ্রামের। ওই মুক্তিযোদ্ধা করিম মোল্লা জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগে একই বাড়ির রহিম মোল্লা ভাড়াটিয়া লোকজন নিয়ে তার ক্রয়কৃত সম্পত্তি দখল করে গাছপালা কেটে ও দোকান ঘর ভেঙ্গে ফেলে অস্থায়ী টিনের ঘর নির্মাণ করেন। খবর পেয়ে তিনি (মুুক্তিযোদ্ধা) বুধবার বিকেলে বাড়িতে ফিরে এ ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রহিম মোল্লা ও তার ভাড়াটিয়া লোকজনে মুক্তিযোদ্ধা করিম মোল্লা এবং তার সপরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। আরও জানান, বিষয়টি তিনি বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুক্তিযোদ্ধার সম্পত্তিতে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালী রহিম মোল্লা।
×