ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৯:৩৩, ১১ জুলাই ২০১৯

 ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ সেতাফুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেতাফুল বর্তমানে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত রয়েছেন। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। দন্ডবিধির ৪০৯/৪২০/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। ময়মনসিংহের দুদকের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে এ মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সেতাফুল ইসলাম (পরিচিতি নম্বর ১৫৬১১) এবং অন্যান্যদের নাম তদন্তে বেরিয়ে আসে।
×