ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন না করায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ১২:৩৭, ৯ জুলাই ২০১৯

মাদক মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন না করায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ আইন অনুযায়ী মাদকের মামলা নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন না করায় আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবকে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। ১৯৯০ সালে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন গত বছর সংশোধন করা হয়। তাতে বলা হয়, মাদকের মামলা নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তবে আইন অনুযায়ী মাদকের মামলা নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন না করায় দুই সচিবকে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। এক আসামির জামিন শুনানিকালে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি এখতিয়ারবিহীনভাবে মাদক মামলার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করায় ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি ইয়াবা ও হেরোইন রাখার অভিযোগে রাজধানীর বংশাল থানায় মাসুদুল হক মাসুদ নামে একজনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। বিচারিক আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হলে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। জামিন শুনানিতে আদালত দেখতে পায়, যে আদালতে এই মামলাটি বিচারাধীন সেই আদালতের এই মামলার বিচার করার এখতিয়ার নেই। পরে শুনানি নিয়ে আসামি মাসুদুল হক মাসুদকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট।
×