ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাবে চাপে পড়বে মিয়ানমার ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৪, ২ জুলাই ২০১৯

 মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাবে চাপে  পড়বে মিয়ানমার ॥  তথ্যমন্ত্রী

বাংলানিউ ॥ মিয়ানমারে মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাবে তাদের ওপর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাড়তি চাপ তৈরি হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, যদিও বিষয়টি যুক্তরাষ্ট্রের একান্ত নিজস্ব ব্যাপার, তবে আমরা মনে করি এক্ষেত্রে রোহিঙ্গাদের ফেরত নিতে সহায়ক ভূমিকা পালন করবে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তারা শত শত বছর ধরে সেখানে বসবাস করেছে। রোহিঙ্গাদের পক্ষ থেকে মিয়ানমারের পার্লামেন্টে শুধু সদস্য ছিল তাই নয়, রোহিঙ্গা মন্ত্রীও ছিল। তাদের নাগরিকত্ব অস্বীকার করা সমীচীন নয়। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। রাখাইনকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব কংগ্রেসে করা হয়েছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কংগ্রেসম্যান বন্ড সেন যে প্রস্তাব করেছেন এটি তার একান্ত নিজস্ব ব্যাপার। কংগ্রেস সেটি গ্রহণ করেনি। যে কেউ নিজস্ব মতামত দিতেই পারে। এ ব্যাপারে আমার কোন মতামত নেই। তবে আমরা মনে করি এ ব্যাপারে সমাধান হচ্ছে।
×