ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বনশ্রীতে একটি রাস্তার বেহাল অবস্থায় নাভিশ্বাস এলাকাবাসীর

প্রকাশিত: ১০:০৭, ২৯ জুন ২০১৯

 বনশ্রীতে একটি রাস্তার বেহাল অবস্থায় নাভিশ্বাস এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরার জনবহুল আবাসিক এলাকা বনশ্রী। দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি এর প্রধান সড়ক মেরামত করা হয়। তবে এর সঙ্গে সংযুক্ত একটি রাস্তার বেহাল দশায় কমেনি দুর্ভোগ। সারাবছর ধূলা আর সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হচ্ছে চরম জনভোগান্তি। বনশ্রী, রাজধানীর রামপুরা থানার একটি বিস্তৃত আবাসিক এলাকা। যেখানে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। সম্প্রতি এই এলাকার প্রধান সড়কটি সংস্কারের ফলে মুক্তি মিলেছে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে। কিন্তু, একটি রাস্তার চরম বেহাল অবস্থা এখনও নাভিশ্বাস তুলে চলেছে এলাকাবাসীর। বনশ্রী জি ও এইচ ব্লকের মধ্যবর্তী এই রাস্তাটি যুক্ত করেছে প্রধান সড়ককে। কিন্তু গত দু’বছর ধরে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী। এমনিতেই খানাখন্দ তার ওপর একটুখানি বৃষ্টি হলেই তৈরি হয় দুর্ঘটনার ঝুঁকি। রাস্তাটির বেহাল দশার কারণে সবেচেয়ে বিপাকে এখানকার ব্যবসায়ীরা। তারা জানান, ভাঙ্গা রাস্তার কারণে এখানে আসতে চান না ক্রেতারা। এলাকাটির সুযোগ সুবিধা দেখভালের দায়িত্ব পালন করছে বনশ্রী কল্যাণ সমিতি। তারা জানায়, রাস্তাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঠিক করার কথা থাকলেও দৃশ্যমান কোন উদ্যোগ নেই। এছাড়া বসবাসকারীর সংখ্যা বাড়ায় বনশ্রী এলাকায় বাড়ছে যানযট যা তীব্র হয়ে উঠার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
×