ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৮, ২৮ জুন ২০১৯

 জাতিসংঘ অধিবেশনে   যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘের চলতি ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। একইদিন সন্ধ্যায় হিলটন বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। খবর ওয়েবসাইটের। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগদানে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রবাসী নাগরিক সংবর্ধনাসহ সফর সূচী, সংগঠনের শূন্যপদ পূরণ, বিভিন্ন পদে দায়িত্ব পুনর্বণ্টন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার ৫০বছর পূর্তি উদযাপনসহ বিভিন্ন বিষয় অবহিত করেন। সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
×