ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ধানমন্ডির কাছে হার আরামবাগের

প্রকাশিত: ০৯:১১, ২৮ জুন ২০১৯

 শেখ জামাল ধানমন্ডির কাছে হার আরামবাগের

স্পোর্টস রিপোর্টার ॥ আগের মোকাবেলায় (গত ৭ ফেব্রুয়ারি) ০-২ গোলে হেরেছিল দলটি। বৃহস্পতিবার ফিরতি মোকাবেলায় জিতে আগের হারের বদলাটা নেয়া যাবে- এমনটাই ভেবেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু কোথায় প্রতিশোধ, উল্টো ১-০ গোলে হেরে গেল তারা। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তাদের হারের স্বাদ উপহার দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই এক গোল আদায় করে নেয় তিনবারের শিরোপাধারী জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড এমিল সাম্বুর বাড়িয়ে দেয়া বল ধরে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তারই স্বদেশী ফরোয়ার্ড ইবু কানতেহ (১-০)। আর এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় জামালের। এএফসি কাপে ঢাকা আবাহনীর দুটি ম্যাচ খেলার জন্য দশদিন বিরতি ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)। বৃহস্পতিবার থেকে আবারও শুরু হয় খেলা। এই জয়ে ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পূর্বের ষষ্ঠ স্থানেই থাকল ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল। সব মিলে তাদের ৫টি জয়, ৬টি ড্র এবং ৬টি হার। সমান ম্যাচে ৭ জয়, ২ ড্র, ৮ হারে ২৩ পয়েন্ট নিয়ে আগের পঞ্চম স্থানেই ‘রাইজিং স্ট্রেংথ’ খ্যাত আরামবাগ। প্রথমপর্বে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল গত আসরের রানার্সআপ দল শেখ জামাল। কিন্তু দ্বিতীয় লেগে এসে তারা তেমন ভাল করতে পারছে না। নিজেদের শেষ ম্যাচে রেলিগেশনের শঙ্কায় থাকা টিম বিজেএমসির কাছেও হেরেছিল তারা। তবে বিরতির সময়টুকু কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আরামবাগের সঙ্গে মৌসুমের শেষ সাক্ষাতটা করতে নেমেছিল শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। সেই লক্ষ্যে সফলও হয়েছে তারা। অপরদিকে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে জামালের বিপক্ষে খেলতে নামে মারুফুল হকের আরামবাগ ক্রীড়া সংঘ। সেই আত্মবিশ্বাসের পারদটা আরও ওপরে উঠেছে হোম গ্রাউন্ডের সুবিধায়। নিজেদের হোম ভেন্যুতে তাদের সাফল্যের হারই বেশি। কিন্তু কেউ কাউকে এতটুকু ছাড় দিয়ে খেলতে নারাজ ছিল। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই প্রথমার্ধে কোন গোল হজম করেনি জামাল। তবে আরামবাগও হোম ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে গোলমুখ খুলতে পারেনি প্রথমার্ধে। যে কারণে গোলশূন্য থেকেই বিশ্রামে গেছে দু’দল।
×