ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফ্রান্স ও সুইজারল্যান্ডে ৪০ ডিগ্রী সেলসিয়াস ॥ দাবদাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা

ইউরোপে রেকর্ড তাপমাত্রা

প্রকাশিত: ০৮:১৩, ২৮ জুন ২০১৯

ইউরোপে রেকর্ড তাপমাত্রা

ইউরোপের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। মহাদেশটির অনেক দেশেই জুনের তাপমাত্রা রেকর্ড অতিক্রম করেছে। বুধবার জার্মানি, পোলান্ড ও চেক রিপাবলিকের জুনের তাপমাত্রা রেকর্ড অতিক্রম করে। যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে আগামী কয়েক দিনে ইউরোপের অনেক দেশের জুনের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কিছু কিছু দেশ যেমন সুইজারল্যান্ড ও ফ্রান্সে বৃহস্পতিবার তাপমাত্রা ৪০ ডিগ্রী (১০৪ ডিগ্রী ফারেনইফাইট) পর্যন্ত ওঠে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা অঞ্চল থেকে প্রবাহিত হওয়া ব্যতিক্রমী গরম বাতাসের কারণে ইউরোপে দাবদাহ শুরু হয়েছে। ফ্রান্সের আবহাওয়া কর্মকর্তারা স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে চরম সতর্কতা জারি করেছেন। দাবদাহ চলাকালে শিশু ও প্রবীণদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুজিন দাবদাহ নিয়ে সতর্ক রয়েছেন বলে জানান। এর আগে ২০০৩ সালে প্রচণ্ড দাবদাহে ফ্রান্সে জনজীবন স্থবির হয়ে পড়ে। সেই দাবদাহের কারণে অতিরিক্ত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। তাপপ্রবাহের কারণে ইউরোপের প্রায় সব দেশেই দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করা হয়েছে। বেশি তাপমাত্রা দেখা দিলে সর্বোচ্চ সতর্কতা ‘রেড’ জারি করা হয়ে থাকে। দাবদাহ থেকে বাঁচতে কিভাবে শীতল থাকা যায়, সে বিষয়ে নানা ধরনের পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আর স্পেনের কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় দাবানলের মারাত্মক ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলছে। কিন্তু সপ্তাহের শেষের দিকে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার জার্মানির ব্রান্ডেনবার্গের কোসহেনে তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। যা দেশটির জুনের তাপমাত্রার নতুন রেকর্ড। পোল্যান্ডের র‌্যাডজিনে ৩৮ দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস এবং চেক রিপাবলিকের ডোকসানিতে ৩৮ দশমিক নয় ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, দেশ দুটিতে তাপমাত্রার নতুন রেকর্ড। ফ্রান্স ও সুইজারল্যান্ডের কিছু কিছু অঞ্চলে স্থানীয়ভাবে তাপমাত্রার সর্বকালের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এমনকি সবচেয়ে উঁচু স্থান আল্পস পর্বতমালায় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, আগামীতে দাবদাহে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু কিছু জায়গায় শুক্রবার তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অপ্রত্যাশিত এই গরম আবহাওয়ার কারণে ফ্রান্সের বেশ কিছু স্কুলের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে, এমনকি কোন কোন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। দাবদাহ চলাকালে দুষণের মাত্রা কমানোর চেষ্টার অংশ হিসেবে প্যারিস ও লিনসহ কয়েকটি শহরে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। তবে দাবদাহের কবল থেকে রক্ষা পাচ্ছে ব্রিটেন। তারপরও লন্ডনসহ ব্রিটেনের কোন কোন অঞ্চলে আগামীকাল শনিবার তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাধারণত এ ধরনের তাপপ্রবাহ দেখা যায়। ১৯ শতকের শেষের দিকের তাপমাত্রার রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায়, শিল্পায়নের পর থেকে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় এক ডিগ্রী বেড়েছে। জার্মানির পটসড্যামের জলবায়ু বিদ্যা বিষয়ক একটি ইনস্টিটিউট জানায়, ১৫ শতক থেকে এ পর্যন্ত ইউরোপের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের পাঁচটিরই দেখা মেলে একুশ শতকে। বিজ্ঞানীরা উদ্বিগ্ন যে, পৃথিবীর জলবায়ুর স্থিতিশীলতার ওপর মনুষ্যসৃষ্ট অব্যাহত উষ্ণতা মারাত্মক প্রভাব ফেলছে। -বিবিসি ও গার্ডিয়ান
×