ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুশীলনে মাথায় আঘাত মিরাজের

প্রকাশিত: ১০:৩২, ২৪ জুন ২০১৯

  অনুশীলনে মাথায় আঘাত মিরাজের

স্পোর্টস রিপোর্টার ॥ আজ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সাউদাম্পটনের রোজ বোল ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই মাঠেই রবিবার ম্যাচের আগেরদিন সেন্টার উইকেটে দলের ব্যাটিং অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন বাংলাদেশের অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মাঠের পাশে এক সাক্ষাতকার দিচ্ছিলেন প্যাড পরে। এরপরই ব্যাটিং অনুশীলন ছিল মিরাজের। ওই সময় মাশরাফি বিন মর্তুজার ডেলিভারিতে সাব্বির রহমান শট নিলে বলটি তার মাথায় আঘাত লাগে। মিরাজ মাটিতে লুটিয়ে পড়লেও পরে আবার ব্যাটিংয়ে নামতে চেয়েছিলেন। তবে ঝুঁকিটা নেয়নি টিম ম্যানেজমেন্ট। দলের পক্ষ থেকে জানানো হয়েছে মিরাজের আঘাত গুরুতর নয়। কারণ বলটি মাঠের পাশের বক্সে লেগে তারপর মিরাজের মাথায় আঘাত হেনেছিল, সরাসরি লাগলে হয়তো পরিস্থিতি গুরুতরই হতো! সাউদাম্পটনে রবিবার অনুশীলন করছিল বাংলাদেশ দল। রোজ বোলে নেটে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির ব্যাটিং অনুশীলন করছিলেন। তাকে বোলিং করছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। চলছিল পাওয়ার হিটিংয়ের অনুশীলন। সীমানার বাইরে প্যাড আপ করে অনুশীলনে নামার প্রস্ততি নিয়েছিলেন মিরাজ। সেই সঙ্গে আইসিসির সঙ্গে সাক্ষাতকারে ব্যস্ত ছিলেন তিনি। সেই সময় মাশরাফির একটি ডেলিভারিতে সাব্বির শট খেললে বলটি তার মাথায় আঘাত হানে। অবশ্য সরাসরি বলটি মাথায় লাগেনি, মিরাজের পাশেই একটি বক্সে বলটি লেগে তবেই তার মাথায় আঘাত হানে। তারপরও মিরাজ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার কাছে ছুটে যান বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন, মাশরাফি ও তামিম ইকবালসহ টিম ম্যানেজমেন্টের অন্যরা। ড্রেসিং রুমে নিয়ে যাওয়ার পরই সম্বিত ফিরে পেয়ে মিরাজ ব্যাটিংয়ে নামতে চেয়েছিলেন। তবে কোচ ও ফিজিও তাকে বিশ্রামের পরামর্শ দেন। ফলে আর অনুশীলনে নামা হয়নি এই স্পিন বোলিং অলরাউন্ডারের। আফগানিস্তানের বিপক্ষে আজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস এ বিষয়ে বলেন, ‘মিরাজের মাথায় বল লেগেছে। আমি যতটুকু জানি ও সুস্থ আছে। তবে এই মুহূর্তে তাকে ফিজিও দেখছে। বিস্তারিত তার কাছে জানা যাবে।’ ফিজিও চন্দ্রমোহন থেকে কিছু তৎক্ষণাৎ জানা না গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার আবিদ ইমাম সংবাদ মাধ্যমকে পরবর্তীতে বলেছেন, ‘আপাতত ফিজিওর পর্যবেক্ষণে আছে সে। তাকে দেখে স্বাভাবিক বলেই মনে হচ্ছে। মনে হয় না তেমন কোন সমস্যা আছে।’
×