ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার ইস্টার্ন ইউনিভার্সিটিতে

প্রকাশিত: ১০:৩২, ২২ জুন ২০১৯

 জাপানে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার ইস্টার্ন  ইউনিভার্সিটিতে

জাপানে উচ্চশিক্ষা বিষয়ে এক সেমিনার গত বুধবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এ সেমিনার উদ্বোধন করেন। সম্প্রতি বিদেশী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি জাপান। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আকৃষ্ট করতে তারা নানা সুযোগ সুবিধা দিচ্ছে। এসব বিষয় নিয়ে অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ আশরাফ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কোবে ইনস্টিটিউট অব কম্পিউটিংয়ের বাংলাদেশ অফিসের প্রধান রিজওয়ানুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাসার খান। সমাপনী বক্তব্য দেন ক্যারিয়ার সার্ভিস এ্যান্ড ইস্টারন্যাশনাল অফিসের ডিরেক্টর সালমান হায়দার। -বিজ্ঞপ্তি।
×