ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূ খুন

প্রকাশিত: ১০:১০, ১৮ জুন ২০১৯

 যৌতুকের জন্য গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৭ জুন ॥ নলছিটি উপজেলার বৈচন্ডি গ্রামের বাসিন্দা মোঃ আক্তার গাজী সোমবার ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার মেয়ে নুসরাত জাহান ইভা হত্যা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে আক্তার গাজী লিখিত বক্তব্য পাঠ করেছেন। সংবাদ সম্মেলনে আক্তার গাজী দাবি করেছেন তার কন্যাকে স্বামী ও শ্বশুর বাড়ি লোকজন হত্যা করে মুখে বিষ ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার কন্যা নুসরাত জাহান ইভা যৌতুকলোভী স্বামী পরিবার কর্তৃক হত্যার শিকার হয়েছে। অভিযোগে প্রকাশ ৪ বছর পূর্বে একই গ্রামের মোঃ তরিকুল ইসলাম লিংকনের সঙ্গে নুসরাত জাহান ইভার বিয়ে হয়। বিয়ের ১ বছর পর জামাতা তরিকুল ইসলাম লিঙ্কন ব্যবসা করার জন্য ২ লাখ টাকা নেয়। এর ২ বছর পরে বিদেশে যাবে বলে ভুয়া কাগজপত্র দেখিয়ে নুসরাত জাহান ইভার পিত্রালয় থেকে ৫ লাখ টাকা কৌশল করে নেয়। পরবর্তীতে বিদেশে না গিয়ে সে মোটরসাইকেল কেনার জন্য আরও ২ লাখ টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে স্ত্রী নুসরাত জাহান ইভা পিত্রলয়ে এই টাকা চাইতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। গত ৩১ মে, ২০১৯ তারিখ নুসরাত জাহানকে প্রচন্ড মারধর করা হয় এবং এতে জ্ঞান হারিয়ে ফেলে। স্বামী পরিবার তার মৃত্যু হয়েছে মনে করে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার ঘটনা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে রেখে চলে যায়। সেখানে চিকিৎসায় পুরোপুরি সুস্থ না হলেও তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
×