ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউল শিল্পী এমদাদুলের এ্যালবাম

প্রকাশিত: ০৯:১৮, ৯ জুন ২০১৯

 বাউল শিল্পী এমদাদুলের এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিয়ানীবাজারের ছেলে এমদাদুল ইসলাম। সবার কাছে বাউল শিল্পী বলেই পরিচিত তিনি। নতুন প্রজন্মের প্রতিভাবান এই শিল্পী বিটিভিরও তালিকাভুক্ত গায়ক। শিল্পকলা একাডেমিতেও বাউল শিল্পী হিসেবে পেয়েছেন পুরস্কার। নিয়মিত গান করেন তিনি। এরই মধ্যে ৫-৬টি এ্যালবাম প্রকাশ হয়েছে তার। এমদাদুল ইসলাম বলেন, আমার গাওয়া এ্যালবামগুলোর মধ্যে একক এ্যালবাম ‘খাজার আশেক’, ‘ওই রূপ তোমার ঝলক মারিয়া’ এবং পালা গানের গুরু-শিষ্য এ্যালবাম ‘শরিয়ত মারফত’-এর গানগুলো প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। দেশের সব জায়গায় বাউল ও ফোক গান করছি। দেশের বাইরেও বিভিন্ন শোতে দাওয়াত পেয়েছি। সামনে নতুন আরেকটি এ্যালবাম আসবে আমার। এ্যালবামের নাম এখনও ঠিক করা হয়নি। তবে বেশকিছু গান রেকর্ড করেছি। নতুন এই একক এ্যালবামে বেশকিছু গান থাকবে। সেই গানগুলোর মধ্যে বেশ কয়েকটি গান নির্বাচন করে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার ইচ্ছে আছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।
×