ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভোলায় ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৫৮, ৮ জুন ২০১৯

 ভোলায় ইউপি  মেম্বারকে  কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ভোলা,৭ জুন ॥ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হানিফ মিঝিকে মঙ্গলবার ঈদের আগের রাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার সকালে পুলিশ তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি খাল থেকে লাশ উদ্ধার করে। এদিকে এ হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম আযাদকে পুলিশ বুধবার দুপুরে গ্রেফতার করেছে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানিয়েছে, আওয়ামী লীগ নেতা হানিফ মিঝি ঈদের আগের রাতে ১ টার দিকে ভোলা শহর থেকে বাড়ি ফিরছিল। ভেদুরিয়া হেতনার হাট এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে খালে লাশ ফেলে যায়। ঈদের দিন বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলে ময়নাতদন্ত করা হয়। এছাড়া ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হানিফ মিঝিকে হত্যা করা হয়েছে। ভোলা থানার ওসি ছগির মিঞা জানান, ইউপি সদস্য হানিফ মিঝি হত্যাকা-ের প্রধান আসামি আবুল কালাম আযাদকে পুলিশ ঈদের দিন দুপুরে ভোলা পরানগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। আটককৃত আবুল কালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হানিফ মিঝিকে হত্যার কথা স্বীকার করে। এছাড়াও তিনি আদালতে জবানবন্দী দিয়েছেন বলে জানান ভোলা থানা ওসি।
×