ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৪০

প্রকাশিত: ০৯:০৭, ৩ জুন ২০১৯

 নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৪০

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ জুন ॥ জেলার কেন্দুয়া উপজেলায় পাট ক্ষেতের আইলে বেড়া (অস্থায়ী প্রাচীর) দেয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। আহত ১২ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। রবিবার দুপুরে কেন্দুয়ার মোজাফরপুর মড়লপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। জানা গেছে, মোজাফরপুর মড়লপাড়া গ্রামের একটি পাটক্ষেতে বেড়া দেয় ওই গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার। এতে চলাচলের অসুবিধা হওয়ায় প্রতিবেশী কাজল তা ভেঙ্গে দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রামদা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে দু’পক্ষের ৪০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত সুরুজ মিয়া, গণি মিয়া, সুলতান, রশিদ, ইসলাম উদ্দিন, মোকারম, রুকন, রুকেল, কাইয়ূম, সাত্তার, সাকিল ও এমরানকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা প্রত্যেকে মোজাফরপুর মড়লপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
×