ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করের টাকা আত্মসাত, কর কর্মকর্তা সাসপেন্ড

প্রকাশিত: ০৯:৩১, ৩০ মে ২০১৯

 করের টাকা  আত্মসাত,  কর কর্মকর্তা সাসপেন্ড

বাবুল সরদার, বাগেরহাট ॥ করদাতাদের দেয়া প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বাগেরহাটে। জেলার কর সার্কেলের সাবেক সহকারী কর কমিশনার মেঝবাহ উদ্দিন আহমেদ। তিনি বর্তমানে খুলনার কর অঞ্চলের সহকারী কর কমিশনার। এই দুর্নীতির অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলার বাদী উপ-করকমিশনার খন্দকার তারিফ উদ্দিন জানান, করদাতাদের দেয়া ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকার পে-অর্ডার সরকারী কোষাগারে জমা না দিয়ে নিজেই আত্মসাত করেছেন খুলনার কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ মেঝবাহ উদ্দিন আহমেদ। খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরায় তিনি দায়িত্ব পালনকালে এ সব অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। অবশেষে তার এ সব অনিয়ম ও দুর্নীতি কর্তৃপক্ষের গোচরে এলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক কর বিভাগ রাজস্ব আদায়ে সাধারণ মানুষকে কর দিতে নানা ধরনের সুযোগ-সুবিধাসহ প্রচার চালাচ্ছে। অপরদিকে করদাতাদের টাকা সরকারী কোষাগারে না দিয়ে আত্মসাতের ঘটনা রীতিমতো সকলকে ভাবিয়ে তুলেছে। করদাতা অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। মামলার অভিযোগে বলা হয়, সহকারী কর কমিশনার মোঃ মেঝবাহ উদ্দিন আহমেদ খুলনা কর অঞ্চলের অধীনস্থ কর সার্কেল ১৪, বাগেরহাটে ২০১৭ সালের ৮ মে থেকে ২০১৮ সালের ৮ নবেম্বর পর্যন্ত করদাতাদের রাজস্ব হিসেবে দাখিলকৃত বেশ কিছু পে-অর্ডার, ডিডি, ক্রস চেক সরকারী কোষাগারের পরিচালিত হিসাবে চালানের মাধ্যমে জমা না দিয়ে বাগেরহাট সোনালী ব্যাংক শাখায় জমা দেন। পরবর্তীতে তিনি সেই একাউন্ট থেকে নিজের স্বাক্ষরের মাধ্যমে ২ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪২৩ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। মোট ৪০টি চেকের মাধ্যমে তিনি এ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন। এছাড়াও মংলা, কুষ্টিয়ার ভেড়ামারা ও মাগুরায় দায়িত্বে থাকাকালে একইভাবে বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৬ টাকা আত্মসাত করেছেন। এ বিষয়ে কর্তৃপক্ষ অবগত হওয়ার পর প্রাথমিক তদন্তে তার এ সব অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে কর বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে খুলনা কর বিভাগ। সরকারী টাকা আত্মসাতের অভিযোগে খুলনার কর অঞ্চলের সহকারী কমিশনার মোঃ মেঝবাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের এ অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
×