ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মামা ভাগিনাসহ নিহত

প্রকাশিত: ০৯:২৫, ৩০ মে ২০১৯

  চাঁদপুরে সড়ক  দুর্ঘটনায় মামা ভাগিনাসহ  নিহত

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৯ মে ॥ কচুয়া-সাচার-ভায়া গৌরীপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে মহিউদ্দিন (২৬) ও আবু বকর সিদ্দিক বাবু (২৭) নামের দু’ মামা-ভাগিনা নিহত হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে কচুয়া-সাচার সড়কের বাতাপুকুরিয়া নামক স্থানে মাইক্রো-ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক বাবু কচুয়া উপজেলার সাচার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও মহিউদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের আবদুল মুনাফের ছেলে। ঘাতক ট্রাক ঘটনার পর পালিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কচুয়াগামী একটি মাইক্রো ওভারটেক করতে গেলে সাচারগামী মোটরসাইকেল ও আরোহীদের চাপা দেয় ট্রাকটি। পরে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঝিনাইদহে ছাত্রীসহ দুই নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, সদর উপজেলার পোড়াহাটি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় তাসলিমা খাতুন স্কুলছাত্রী (১৪) ও ইমামুল হোসেন (২০) নামে দুই জন নিহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা-মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে তাসলিমা খাতুন ও একই উপজেলার ঘোড়ামারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমামুল হোসেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল। ঝিনাইদহের পোড়াহাটি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা বার্স্ট হয়ে প্রথমে ৮ম শ্রেণী পড়ুয়া তাসলিমা খাতুন ও পরে বাইসাইকেল আরোহী ইমামুল হোসেনকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হয়। পরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন।
×