ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে সালমানের ‘ভারত’

প্রকাশিত: ০৯:১৪, ৩০ মে ২০১৯

 ঈদে সালমানের ‘ভারত’

বলিউডে ঈদ উৎসব মানেই সালমান খানের নতুন সিনেমা। বেশ অনেক বছর ধরে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। সালমান খান তার যে সিনেমাটিকে ঈদে মুক্তি দেয়ার জন্য নির্ধারণ করেন তা শূটিং শুরুর আগেই ঘোষণা দেন। সবাইকে জানান দিয়েই ঈদের সিনেমার কাজ শুরু করেন সাল্লু ভাই। যেহেতু তিনি তার অভিনীত ঈদের সিনেমার নাম ঘোষণা দেন আগেভাগে ফলে একই সময়ে অর্থাৎ যদি ঈদ উৎসবে তার সামনে মুখোমুখি হতে চান না অন্য কেউ। ঈদ উৎসবে বিশেষ করে ঈদ-উল-ফিতরে সালমান খান একাই রাজত্ব করেন দাপটের সঙ্গে। ভারতজুড়ে এবং ভারতের বাইরে যেখানে হিন্দী সিনেমার যথেষ্ট দর্শক রয়েছে সেখানে প্রেক্ষাগৃহের পর্দায় শুধু তাকেই দেখা যায়। গত বছর ঈদ উৎসবে মুক্তি পেয়েছিল সালমান অভিনীত এ্যাকশন থ্রিলার ঘরানার ফ্রাঞ্চইজি মুভি ‘রেস থ্রি’। দর্শকদের নানা সমালোচনার শিকার হলেও সালমান খানের কারণে ‘রেস থ্রি’ বক্স অফিসে বাজিমাত করেছিল। ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত প্রতি বছর ঈদ উৎসবে দর্শকদের সামনে তিনি উপস্থিত হয়েছেন নতুন সিনেমা নিয়ে, সবার জ্ঞাতার্থে গত ১০-১১ বছর ধরে ঈদ উৎসবে সালমান খানের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর নাম তুলে ধরা হলো। ওয়ান্টেড (২০০৯), দাবাঙ (২০১০), বডিগার্ড (২০১১) এক থা টাইগার (২০১২), কিক্্ (২০১৪), বজরঙ্গী ভাইজান (২০১৫), সুলতান (২০১৬), টিউবলাইট (২০১৭), ‘রেস থ্রি (২০১৮), ঈদ উৎসবে সালমানের মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় এবার ২০১৯ সালে যুক্ত হতে যাচ্ছে ভারত।’ ইতোমধ্যে ঈদ উৎসবের নতুন এই বলিউডি সিনেমাটি নিয়ে দর্শক মহলে ব্যাপক আগ্রহ এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবার অপেক্ষা এবার নতুন কোন চমক নিয়ে পর্দায় হাজির হবেন সাল্লু ভাই। পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে এর আগে দুটি সিনেমায় কাজ করেছেন সালমান খান। ‘সুলতান’ এবং ‘টাইমার জিন্দা হ্যায়’ সাল্লু ভাইয়ের সুপারডুপার হিট ওই দুটি সিনেমার পরিচালক ছিলেন তরুণ বয়সী এই চিত্রপরিচালক। তৃতীয়বারের মতো তারা আবার এক সঙ্গে কাজ করলেন ‘ভারত’ ছবিতে। এটি সালমান খানের অভিনয় জীবনে একটি অন্যরকম উল্লেখযোগ্য সিনেমা হিসেবে দাবি করা হচ্ছে। স্বয়ং সালমানই ছবিটির প্রচারণায় জোর গলায় বলছেন, দর্শক এবার নতুন সালমানকে আবিষ্কার করবে ‘ভারত’ ছবিতে। এ ছবিতে তাকে তরুণ বয়স থেকে বৃদ্ধ বয়সী একজন মানুষের চরিত্রে দেখা যাবে। বয়সের বিভিন্ন পর্যায়ে অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টা কমতি ছিল না ৫৩ বছর বয়সী বলিউডি এই সুপারস্টার অভিনেতার। গত কয়েক বছর ধরে হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রিতে খানদের (সালমান, আমির ও শাহরুখ) একচ্ছত্র দাপট এবং রাজত্বের দিন শেষ হয়ে আসছে বলে মনে হচ্ছে। তিন ডাকসাইটে খান অভিনীত সিনেমা মানেই বক্স অফিসে ধুন্ধুমার হিট এ কথাটা আজকাল আর খাটছে না। তাদের অনেক ছবিই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করা তো দূরের কথা রীতিমতো ফ্লপ করছে। যে কারণে তারা প্রত্যেকেই ঝুঁকিতে রয়েছেন। তেমন প্রেক্ষাপটে আসছেন সালমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি। একটি সাড়া জাগানো কোরীয় সিনেমা অবলম্বনে এ ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এখানে সালমান নাম ভূমিকায় অর্থাৎ ভারত চরিত্রে অভিনয় করেছেন। যখন স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে ঠাঁই পায় ভারত তখন থেকে এ ছবির কাহিনীর সূচনা। নিজের পরিবারকে যে কোন মূল্যে এক সঙ্গে সুরক্ষা দিয়ে আগলে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ এক কিশোরের ক্রমেই বেড়ে ওঠা, তারুণ্য যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হওয়া এবং আপন জন্মভূমির নানা চড়াই-উতরাই, সঙ্কট, দুর্যোগ, দুঃসময় ইত্যাদি মোকাবেলা করে পরিবারের জন্য চরম আত্মত্যাগ অত্যন্ত হৃদয়স্পর্শী করে তোলা হয়েছে ছবিটিতে। সালমান খানকে ‘ভারত’ ছবিতে একজন বয়স্ক মানুষের চরিত্রে প্রথমবারের মতো দেখা যাবে। এ ছবির জন্য বড় মানুষ সাজতে পাকা চুলে ক্যামেরার সামনে দাঁড়াতে দ্বিধা করেননি তিনি ‘ভারত’ ছবিতে আবার পর্দা জুটি বেঁধেছেন তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে। এক সময়ের প্রেমিক ক্যাটরিনার প্রতি সালমানের বিশেষ দুর্বলতা রয়ে গেছে এখনও। যার প্রমাণ পাওয়া যায় সালমানের বিশেষ সুপারিশে তার বিপরীতে ক্যাটরিনার নায়িকা চরিত্রে কাস্ট হওয়ার মধ্যে। শুরুতে ‘ভারত’ ছবিতে সালমান খানের নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম শোনা গেলেও নিজের বিয়েশাদির ব্যাপারে বেশি মনোযোগী হওয়ায় এ ছবিটি ছেড়ে দেন প্রিয়াঙ্কা। এ ছাড়াও ‘ভারত’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, জ্যাকি ¯্রফ, সুনীল গ্রোভার প্রমুখ। এবারের ঈদ উৎসবে সালমান খান কতটা বাজিমাত করতে সক্ষম হন ‘ভারত’ ছবির মাধ্যমে- এটাই এখন দেখার বিষয়।
×