ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আমরাজ্যে লিচুর রাজত্ব

প্রকাশিত: ০৮:৫২, ৩০ মে ২০১৯

 আমরাজ্যে লিচুর রাজত্ব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আমের রাজত্ব রাজশাহী। অথচ এই মধুমাসে রাজশাহীর সর্বত্র লিচুর রাজত্ব। দামও কমে গেছে লিচুর। জ্যৈষ্ঠ চলে এলেও বাজারে তেমন আমের আধিক্য নেই। আমের সেই বাজার এখন পুরো দখল করেছে লিচু। ফলবাজার এখন লিচুতে ঠাসা, এমনকি মুদি দোকানেও এখন মিলছে টসটসে লিচু। বাজার ছাড়াও বাসস্ট্যান্ড, ফুটপাথ সবখানেই লিচু আর লিচু। জ্যৈষ্ঠের শুরু থেকেই এবার রাজশাহীর বাজারে রাজত্ব করছে এই মৌসুমি ফল। অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে গত কয়েক বছরের মতো এবারও আম নামানোর সময় বেধে দিয়েছিল জেলা প্রশাসন। সে অনুযায়ী, পহেলা জৈষ্ঠ্য থেকেই গুঁটি জাতের আম নামানোর অনুমতি রয়েছে। আর উন্নত জাতের গোপালভোগ পাড়ার সময় শুরু হয়েছে গত ২০ মে থেকে। এখন বাজারে কিছু গুঁটি জাতের আমের দেখা মিললেও গোপালভোগ পাওয়া যাচ্ছে না বললেই চলে। ফলে বাজার দখল করে আছে লিচু। নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, বাজার ছাড়াও প্রতিটি রাস্তা, ফুটপাথ ও পাড়া-মহল্লার অলিতে-গলিতে ভ্যানে ডালি সাজিয়ে বিক্রি হচ্ছে লিচু। এরমধ্যে উন্নতমানের জাত হিসেবে পরিচিত বোম্বাই, মাদ্রাজি, চায়না-৩, বারি-১, বারি-২ ও বারি-৩ জাতের লিচুই বেশি। লাল টুকটুকে টসটসে এসব লিচুর দামও সাধ্যের ভেতরেই। প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০০ থেকে ২৫০ টাকায়। নগরীর সাহেব বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন ছোটবনগ্রাম এলাকার সম্রাট আলী ও মিলন হোসেন। মৌসুমি এ দুই ফল ব্যবসায়ী জানান, গত সপ্তাহেই বাজারে এসেছে গুঁটি জাতের দেশি লিচু। নগরীর আশপাশের বাগানগুলো থেকে লিচু এনে বিক্রি করছেন তারা। নগরীর শালবাগান এলাকার শহিদুল ইসলাম জানান, বাজারে এখন লিচুর রাজত্ব। সরবরাহ অনেক বেশি হওয়ায় দামও কমে গেছে। মানুষ সমানে লিচু কিনছেন। কয়েকদিন থেকে বোম্বাই জাতের লিচু উঠেছে। এতে বিক্রি কিছুটা বেড়েছে। লিচুতে বাজার ভরে উঠেছে। এতে দামও কিছুটা কম বলে জানান তিনি। শহিদুল ইসলাম জানান, নগরীর কোন কোন বাজারে বোম্বাই জাতের ১০০টি লিচু ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, ক্রেতারা বেশ আগ্রহ নিয়েই লিচু কিনছেন। লিচু কিনতে বেশির ভাগই কার্পণ্য করছেন না। কেউ আবার কুরিয়ার সার্ভিসে করে ঢাকাসহ বিভিন্ন স্থানে থাকা সন্তান বা আত্মীয়-স্বজনদের জন্য পাঠাচ্ছেন। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে মূলত উন্নতমানের জাত হিসেবে পরিচিত বোম্বাই, কাদমি, মাদ্রাজি, বেদানা, মোজাফ্ফরপুরী, চায়না-৩, কালীবাড়ি, মঙ্গলবাড়ি, বারি-১, বারি-২ ও বারি-৩ জাতের লিচু উৎপাদিত হয়। এসব লিচুর মোট উৎপাদনও বেশি, আবার আকারেও বড়। রঙও মনভোলা হয়ে থাকে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক জানান, রাজশাহীতে এ বছর ৪৭৬ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। আর আমের গাছ রয়েছে ১৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। লিচুর উৎপাদন ভাল হয়েছে।
×