ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে স্পীকার

জাতীয় সংসদ লাইব্রেরি ডিজিটালাইজড করা হবে

প্রকাশিত: ০৯:১৮, ২৯ মে ২০১৯

জাতীয় সংসদ লাইব্রেরি ডিজিটালাইজড করা হবে

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে। মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শন কালে তিনি একথা বলেন। তিনি লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্পীকার বলেন, ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করতে ইতোমধ্যে নতুনভাবে লাইব্রেরিকে সজ্জিত করা হয়েছে, যা সংসদ সদস্যদের লাইব্রেরি ব্যবহারে আকৃষ্ট করবে। মতবিনিময়ে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রধান নির্বাহী ইলাইন ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে স্পীকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরিতে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান ইলাইন। এ সময় ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিয়ং হক। স্পীকার বলেন, সিঙ্গাপুর ন্যাশাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশানাল লাইব্রেরি অনুকরণযোগ্য।
×