ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদ সামনে রেখে সাদা পোশাকেও নজরদারি করছে ডিএমপি

প্রকাশিত: ০৯:২৮, ২৭ মে ২০১৯

 ঈদ সামনে রেখে সাদা পোশাকেও নজরদারি করছে ডিএমপি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে রাজধানীজুড়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যদের নজরদারি রয়েছে। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার জানান, আমরা আপনাদের পাশে আছি। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন। উৎসব করুন। যেকোন অপরাধ প্রতিরোধে রাজধানীর বিভিন্ন জায়গায় পোশাকে ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের নজরদারি রয়েছে। তিনি জানান, মহানগরীতে কোন ছিনতাই, ডাকাতি, রাহাজানি, অজ্ঞান পার্টির তৎপরতা থাকতে পারবে না। কেউ এ ধরনের অপকর্মের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, ঈদ উপলক্ষে মার্কেট, শপিংমল, বাস টর্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঈদে ফাঁকা ঢাকার পাহারায় বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডের পাশাপাশি আমরাও থাকব। সবাই মিলে একটা নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আছাদুজ্জামান মিয়া জানান, আমরা চাই চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অজ্ঞান পার্টিকে আপনারা প্রতিহত করবেন। এদের খবর আমাদের দেবেন। ঢাকার নাগরিকদের নিরাপত্তা বিঘ্নি করার দুঃসাহস কেউ দেখালে, তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। ডিএমপির তেজগাঁও বিভাগ ও মিরপুর বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার দুস্থদের মধ্যে ৩৫০০ পিস ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক) বিতরণ করা হয়।
×