ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৫, ২২ মে ২০১৯

ঝিনাইদহে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২১ মে ॥ মহেশপুর উপজেলার শ্যামকুড় থেকে শরিফুল ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ ডাকাতিয়া রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শরিফুল ইসলাম শ্যামকুড় গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে। শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আমানুল্লাহ হক জানান, মঙ্গলবার ভোরে গুড়দাহ ডাকাতিয়া রাস্তার সন্তুর বাঁশ বাগানে শ্যামকুড় গ্রামের শফিকুল ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। মহেশপুর থানার পুলিশ সকাল সাড়ে ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। খাগড়াছড়ির যুবককে জবাই পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, মানিকছড়ির তিনটহরীতে ঘরের ঢুকে যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রফিকুল ইসলাম (২৮) উপজেলার বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। খবর পেয়ে সোমবার রাত ১টায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে স্ত্রী রোকসানা আক্তারকে আটক করেছে। মানিকছড়ি থানার ওসি মোঃ আবদুর রশিদ জানান, রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরে স্ত্রীর কান্নাকাটিতে আশপাশের লোকজন এসে দেখতে পায় বিছানায় উপর রফিকের গলাকাটা মরদেহ পরে রয়েছে। এ সময় স্ত্রী অসংলগ্ন কথাবার্তার কারণে সন্দেহ হলে পুলিশ এ হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্ত্রী রোকসানা আক্তারকে আটক করে। পুলিশ ধারণা হত্যাকা-টি ঘটেছে স্ত্রীর পরকীয়ার জেরে। নিহত রফিকুল ইসলাম চট্টগ্রামের একটি হোটেল শ্রমিক হিসেবে কর্মরত ছিল। রাজশাহীতে নারী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে এক ‘মানসিক প্রতিবন্ধী’ নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম জেলেখা বেগম (৪২)। তিনি জেলার মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর স্ত্রী। মঙ্গলবার দুপুরে নিজের শোয়ার ঘর থেকেই তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, জেলেখা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি নিজের গলায় ব্লেড চালিয়েছেন। এতে তার মৃত্যু হয়েছে। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। কখনও গলায় ফাঁস দেয়ার চেষ্টা করেছেন, কখনও কীটনাশক পান করেছেন। মোহনপুুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ভোরে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে যান সোলেমান আলী। তখনই জেলেখা ব্লেড দিয়ে নিজের গলা কাটেন। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখেন, গলাকাটা অবস্থায় ঘরে তিনি ছটফট করছেন। তারা ঘরে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। গাজীপুরে যুবক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুর মহানগরের পূবাইলের ডেমড়পাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, স্থানীয় ডেমড়পাড়া এলাকার বিলের জমিতে মঙ্গলবার সকালে ওই যুবকের লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে দুপুরে লাশটি উদ্ধার করে। নোয়াখালীতে কৃষক নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখালী ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে নুরুল আমিন (৫৫) নামে এক কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ির সুপারি বাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরুল আমিন দক্ষিণ-পশ্চিম শ্রীনগর গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে। সে ২ কন্যা সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাতুড়িটি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনীরা। এ ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জসিম উদ্দিন রানা এবং রুবেল হোসেন নামে দুজনকে আটক করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে নুরুল আমিন স্থানীয় মসজিদে তারাবি নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে নিহতের ঘরের পাশের সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়।
×