ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘন ঘন বিদ্যুত বিভ্রাট ॥ ময়মনসিংহবাসী অতিষ্ঠ

প্রকাশিত: ০৯:৫১, ২১ মে ২০১৯

 ঘন ঘন বিদ্যুত বিভ্রাট ॥ ময়মনসিংহবাসী অতিষ্ঠ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঘন ঘন বিদ্যুত বিভ্রাটে অতিষ্ঠ ময়মনসিংহবাসী। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকার এই ভোগান্তি অসহনীয়। প্রতিদিন প্রতিটি ফিডারে একাধিকবার বিদ্যুত বিভ্রাটের কারণে বিনষ্ট হচ্ছে গ্রাহকের মূল্যবান বৈদ্যুতিক সামগ্রী। অথচ এ নিয়ে কোন মাথা ব্যথা নেই বিদ্যুত বিভাগের। ফলে প্রচন্ড গরমে এই ভোগান্তিকে নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছেন বিদ্যুত গ্রাহকরা। অভিযোগ রয়েছে, একশ্রেণীর গ্রাহকের অনুমোদনহীন লোড ব্যবহারের সুযোগ দেয়ার কারণে প্রতিটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ওভারলোড হয়ে পড়ায় এই বিভ্রাট হচ্ছে। ত্রুটিপূর্ণ সরবরাহ লাইন আর জরাজীর্ণ বৈদ্যুতিক তারের কারণেও সামান্য ঝড়-বাতাসে ঘটছে এই বিদ্যুত বিভ্রাট। অভিযোগ স্বীকার করে ময়মনসিংহ বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের (দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী দেবনাথ জানান, ওভারলোড সমস্যা সমাধানে চেষ্টা চলছে। স্থানীয় সূত্রগুলো জানায়, প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে এই বিদ্যুত বিভ্রাট। আবাসিক থেকে শুরু করে বাণিজ্যিক ও শিল্প এলাকাতে প্রচ- গরমে এই বিদ্যুত বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রাহক। বিশেষ করে ঈদকে সামনে রেখে বাণিজ্যিক এলাকার গ্রাহক পড়েছেন মহাফাঁপড়ে। বিদ্যুতের খেয়াল খুশিমত আসা-যাওয়া নিয়ে ত্যক্ত-বিরক্ত বাণিজ্যিক এলাকার গ্রাহক। নগরীর মাসকান্দা বিসিক শিল্প নগরীতে বিদ্যুতের আসা- যাওয়া এখন রুটিন নিয়মে পরিণত হয়েছে। সঙ্গে নিয়মিত লোডশেডিং তো আছেই এমন দাবি করে বিসিকের ক্ষুদ্র শিল্প মালিক আব্দুল হামিদ জানান, বিদ্যুত বিভাগকে বার বার বলেও কোন প্রতিকার মিলছে না। এতে করে বিসিকের শিল্প মালিকরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। ব্যস্ততম বাণিজ্যিক সিকেঘোষ রোড, স্টেশন রোড, রামবাবু রোড, আরকে মিশন রোড, ব্রাহ্মপল্লী, বাঘমারা, কৃষ্টপুর, সেনবাড়ি, সানকিপাড়া, গুলকিবাড়ি, কাচিঝুলি আবাসিক এলাকায় ঘন ঘন বিদ্যুত বিভ্রাট হচ্ছে। একবার বিদ্যুত চলে গেলে ফিরে আসতে অনেক সময় এক থেকে দুই-তিন ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। চাহিদার চেয়ে বেশি সংযোগ ও ওভারলোড ট্রান্সফরমারের কারণেই এমনটি হচ্ছে। এসবের বাইরে জরাজীর্ণ, পুরনো তার, ভাঙ্গাচোরা বৈদ্যুতিক খুঁটির কারণে ও সামান্য ঝড়-বাতাসে ঘটছে এই বিদ্যুত বিভ্রাট। জেলা সদরের বাইরে উপজেলাগুলোর গ্রামগঞ্জে এই অবস্থা আরও ভয়াবহ। অনেকে বলছেন, এই বিদ্যুত বিভ্রাট আসলে লোডশেডিং ছাড়া আর কিছুই নয়। অথচ প্রতিবছর মেইন্টেন্যান্সের নামে বিদ্যুত বিভাগ মোটা অঙ্কের টাকা খরচ করছে। বিদ্যুত বিভাগেরই একাধিক সূত্র জানিয়েছে, মেইন্টেন্যান্সের টাকা নয়ছয় করার কারণেই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
×