ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোগীর বাবাকে রক্তাক্ত করলেন চিকিৎসক

প্রকাশিত: ০৮:৩৪, ২০ মে ২০১৯

 রোগীর বাবাকে রক্তাক্ত করলেন চিকিৎসক

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ মে ॥ ছেলের চিকিৎসার কথা বলায় বাগবিত-ায় চিকিৎসকের কিলঘুষিতে বাবা সোনাই মোল্লা আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জনরোষ থেকে বাঁচতে ওই চিকিৎসক আত্মগোপন করে রক্ষা পান। বেপরোয়া ওই চিকিৎসকের নাম মিলন মাহমুদ। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার এ ঘটনা ঘটেছে। রাতেই বেড়া মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত বাবা সোনাই মোল্লা সাঁথিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, শনিবার বিকেলে বেড়া উপজেলার সানিলা গ্রামের সোনাই মোল্লা অসুস্থ ছেলেকে নিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সোনাই মোল্লা ছেলেকে চিকিৎসার জন্য কর্তৃব্যরত ডাঃ মিলন মাহমুদকে বললে তিনি উত্তেজিত হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরই একপর্যায়ে তিনি সোনাই মোল্লাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে তার বাইসাইকেল লাথি দিয়ে ফেলে দেন। চিকিৎসকের হামলায় সোনাই মোল্লার বাঁ চোখে আঘাত লাগে ও ঠোঁট ফেটে যায়। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই চিকিৎক জনরোষ থেকে রক্ষা পেতে আত্মগোপন করেন। আহত সোনাই মোল্লা জানান, কোন কিছু বোঝার আগেই তাকে চিকিৎসক অহেতুক মারধর করে। তিনি পাশ^বর্তী সাঁথিয়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। এ বিষয়ে ডাঃ মিলন মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি । ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কেএম আবু জাফর জানান , বিষয়টি তার জানা নেই।
×