ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঈদে মুক্তি পাচ্ছে ‘গোয়েন্দাগিরি’

প্রকাশিত: ০৭:৫৭, ২০ মে ২০১৯

  ঈদে মুক্তি পাচ্ছে ‘গোয়েন্দাগিরি’

স্টাফ রিপোর্টার ॥ আগামী ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। এ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে বিএফডিসির শহীদ জহির রায়হান মিলনায়তনে সংবাদ সম্মেলন, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ অ্যানি রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, ইভালির সিইও মো. রাসেল, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ প্রযোজক সমিতির সাবেক সহসভাপতি খোরশেদ আলম খসরু, বিশিষ্ট প্রযোজক মোরশেদ খান হিমেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের প্রযোজক ও আম্মাজান ফিল্মসের কর্ণধার মামুনুর ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের পরিচালক নাসিম সাহনিক। চলচ্চিত্রটি পবিত্র ঈদ-উল-ফিতরে মুক্তির জন্য নির্মাতা প্রতিষ্ঠান কাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ অ্যানি রহমান এমপি বলেন, বাংলা চলচ্চিত্রের বিকাশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে দেশের সংস্কৃতিকে বিকশিত করতে হবে। বিশেষ অতিথি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘গোয়েন্দাগিরি‘ চলচ্চিত্রের সাফল্য কামনা করছি। আশা রাখি দর্শক ভিন্নধারার এই চলচ্চিত্রটি পছন্দ করবে। বিশেষ অতিথি মো. রাসেল বলেন, ইভালি এই প্রথম কোনো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলো। সৃজনশীল কাজের সাথে ইভালি থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। বিশেষ অতিথি খোরশেদ আলম খসরু বলেন, আশা করা যায় ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রটি দর্শকপ্রিয় হবে এবং প্রযোজক তার লগ্নিকৃত অর্থ ফিরে পাবেন। মামুনুর ইসলাম বলেন, আম্মাজান ফিল্ম সিনেমা দর্শকদের জন্য রুচিশীল ও আকর্ষণীয় চলচ্চিত্র উপহার দিতে চায়। সেই প্রয়াস থেকেই নির্মাণ করা হয়েছে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি শিশু-কিশোরদের জন্য একটি অসাধারণ নির্মাণ। এটি এমন একটি চলচ্চিত্র যেটি কীনা বড়দেরও শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কারও তিন গোয়েন্দা, কারও আবার জেমস বন্ড। তাদের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হৈচৈই পরে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা। তাদের এই অভিযানে রহস্যের স্বাদ যেমন পাওয়া যাবে তেমনি পাওয়া যাবে টিনএজ খুনসুটি, টিনএজ রোমান্টিসিজম আরও কত কি! চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, মীম চৌধুরী, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরী, শিখা খান, তানিয়া বৃষ্টি, প্রিন্স প্রমুখ। ইতোমধ্যে ফেসবুক এবং ইউটিউবে এসেছে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার।
×